বিএনপির নেতার কার্যালয়ে বাস শ্রমিক-সিএনজি চালকদের সমঝোতা বৈঠকে হাতাহাতি


December 2024/BNP bus CNG.jpg

রাজশাহীতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা সমঝোতা করতে মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের কার্যালয়ে গিয়ে ফের দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়েছে। এতে চারজন বাস শ্রমিক আহত হয়েছেন। পণ্ড হয়ে যায় সমঝোতা বৈঠক। 

Your Image

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন অর রশিদ মামুন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের মীমাংসার জন্য বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) তাকে দায়িত্ব দেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তার চেম্বারে দুই পক্ষের আসার কথা থাকলেও তখন শুধু মোটরশ্রমিকের নেতারা সেখানে যান, কিন্তু সিএনজি চালকেরা তখনও আসেননি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর সিএনজির চালক হারুর নেতৃত্বে ৬০-৭০ জন মিছিল নিয়ে চেম্বারের সামনে এসে তারা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাখিকে উগ্রভাবে খুঁজতে থাকে। এ সময় পাখি কোথায়?, পাখি কোথায়? বলে তারা হারুর নেতৃত্বে মোটরশ্রমিকের ৩-৪ জনকে কিলঘুষি মেরে আহত করে।’ 

তিনি আরো বলেন, ‘মীমাংসায় বাধা ও মারামারিকে একটি ষড়যন্ত্র বলে মনে করছি। এখানে তৃতীয় পক্ষ নিজেদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ঝামেলাটার সমাধান চাচ্ছে না। সেজন্যই তারা এ মীমাংসাকে বাধাগ্রস্ত করেছে।’ 

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তানোর উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করে। এর জেরে ওই দিন রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ হয়। 

পরে বাস চলাচল শুরু হলেও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী থেকে নওগাঁ রুটে বাস চলাচল করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সিএনজি চালকেরা। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×