মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত দশ
- মাগুরা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
মাগুরা জেলার সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত ও দশজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেরইল পলিতা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) ওই এলাকার আকবর মেম্বারের ছেলে।
এলাকাবাসী জানান, বেরইল পলিতা ইউনিয়নের ওয়ার্ড সদস্য রাজা মিয়া ও আকবর হোসেন মেম্বারের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ ছিল।
এর জেরে বৃহস্পতিবার ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের হামলায় আকবর মেম্বারের ছেলে শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
আহত হন দুই পক্ষের অন্তত দশজন। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
খরব পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় জানিয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।’
হত্যাসহ সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।