সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্ম নেই: মেয়র শাহাদাত


December 2024/Citizen.jpg

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রশ্রয় দেয়া যাবে না বলে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মুলে কাজ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।  

Your Image

শনিবার (২১ ডিসেম্বর) কোতোয়ালী থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘সিটিজেনস্ ফোরাম মত বিনিময় সভা’য় শাহাদাত হোসেন এসব কথা বলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম এতে সভাপতিত্ব করেন।

সভায় শাহাদাত হোসেন আরো বলেন, ‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্মীয় পরিচয় নেই। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেয়া যাবে না। সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন।’ 

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো. মাহফুজুর রহমান। 

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালী থানার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। 

সভায় কোতোয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ সব প্রকার অপরাধ নিবারণে সকলেই সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×