মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ


December 2024/Munshigonj BNP clash.webp

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপির সমর্থক দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত দশজন আহত হয়েছেন।

Your Image

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি  কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগমকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর গুলিবিদ্ধ অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

গ্রামবাসীরা জানান, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপির কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার ভোর ছয়টার দিকে চরডুমুরিয়া গ্রামে হামলা করে আওলাদ মোল্লার লোকজন। এরপর রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়া, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন তারা।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে গণমাধ্যমকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

তিনি আরো বলেন, ‘সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×