গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট


December 2024/Fire winter.jpg
ছবি প্রতিকী

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে।

Your Image

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ফেনাসেমিকন নামের বোতাম তৈরির কারখানায় এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের একটি ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনিটি ইউনিট যোগ দেয়।
 
স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিকেল রয়েছে। কিছুক্ষণ পরপর ব্যাপক শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×