বিএনপির অফিস নির্মাণের নামে বিদ্যালয়ের জায়গা দখল


December 2024/BNP school.jpg

নাটোর জেলার লালপুর উপজেলায় ওয়ার্ড বিএনপির কার্যালয় নির্মাণের জন্য বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে আব্দুল হামিদ (৫০) নামে এক নেতার বিরুদ্ধে।

Your Image

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে ঘর নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে ওই জায়গায় মাটি ফেলে জমি উঁচু করে বাঁশের খুঁটি পুঁতে দখলে নিয়েছেন তিনি।

এ নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, ‘আমাকে না জানিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উঁচু করে ঘর নির্মাণ করছেন। স্থাপনা নির্মাণে নিষেধ করা হয়েছে। এখন পর্যন্ত তারা স্থাপনা অপসারণ করেননি।’

এ নিয়ে জানতে চাইলে আব্দুল হামিদ জানান, আমার নেতৃত্বে বাঁশ দিয়ে খুঁটি পুঁতে বিএনপির পার্টি অফিস নির্মাণের কাজ চলছে।

বিদ্যালয়ে জমিতে কার্যালয় করতে পারেন কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ছেলে-পেলে একটু বসবে, এ জন্য বসার জায়গা করা হচ্ছে।’

এ ব্যাপারে আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ‘বিদ্যালয়ের জমিতে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×