থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তল উদ্ধার


December 2024/Arms.webp

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 

Your Image

শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার কাঁচটাহাড়ি এলাকার একটি কবরের পাশ থেকে এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এই অভিযানে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়া অংশ নেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শ্যামনগর থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি লুট হয়। ইতোপূর্বে শ্যামনগর থানার পুলিশের একটি অভিযানে একটি নাইন এমএম পিস্তল, নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

মো. হুমায়ুন কবীর জানান, এখনো সাতটি সরকারি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু ব্যক্তি মালিকানাধীন অস্ত্র উদ্ধার করা বাকি রয়েছে। এসব লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

পুলিশকে সুস্পষ্ট তথ্য প্রদানকারী বা অস্ত্র জমাদানকারীকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। থানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×