গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে একজনের লাশ উদ্ধার


December 2024/Fire 2.jpg

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে কঙ্কাল হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

Your Image

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দে কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, ‘হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তাতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভেতরে একের পর এক বিস্ফোরণের কারণে কারখানার আগুন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও কারখানার শ্রমিকেরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি ইউনিট কাজ করছে।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করছে। কেমিক্যাল গুদামের ড্রাম বিস্ফোরণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।’

জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×