খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত: জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
চৌদ্দগ্রামে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার (২৩ ডিসেম্বর) প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জনাব আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি।
প্রেস উইংয়ের পাঠানো ক্ষুদে বার্তায় সকলকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে স্থানীয়রা। চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রোববার সকালে তাকে একা পেয়ে স্থানীয় ১০-১২ জন ব্যক্তি হেনস্তা করে গলায় জুতার মালা পরিয়ে দেয়।