মিঠুন চক্রবর্তী গ্রেফতার


December 2024/Mitun.jpg

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সরাসরি গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

Your Image

রোববার (২২ ডিসেম্বর) ফেনী মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠুন চক্রবর্তী চট্টগ্রাম সিটির চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

মিঠুন গেল ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর দুই নম্বর গেইটের চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর তার অন্যান্য সহযোগীদের নিয়ে গাড়ি ভাঙচুর ও সাধারণ ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ শুরু করে। তারা লাঠি-সোটা, দেশীয় অস্ত্র-সস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পিস্তল দিয়ে ছাত্রদের উপর মিঠুনের নির্বিচারে গুলি চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। 

মিঠুন চক্রবর্তী পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী। মিঠুন সিএমপির পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×