ফতুল্লায় ডায়িং কারখানার বয়লারে আগুন


December 2024/Fire Dyeing.jpg

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসমিল্লাহ ডায়িং নামের কাপড় রং করার কারখানার বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

Your Image

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে কাপড় রং করার সময় হঠাৎ একটি বয়লারে আগুন জ্বলে উঠে। বয়লারে তরল পদার্থ থাকায় আগুনের শিখা বাড়তে থাকে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। বয়লার মেশিনসহ কাপড় ও কাঁচামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×