দুই গ্রুপের সংঘর্ষে আহত আ. লীগ নেতা চিকিৎসাধীন মারা গেছেন
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনার (৫৫) চিকিৎসাধীন মারা গেছেন। গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মারা যান মনির।
সংঘর্ষের ঘটনায় পৃথকভাবে হাজীগঞ্জ থানায় দুটি ও চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। তবে নিহত মনির হোসেনের পরিবারের পক্ষ থেকে নতুন একটি অভিযোগ নেয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আবদুর রকিব।
জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় মনির হোসেনের ছেলে শাহজাহানও গুরুতর আহত হন। তার মাথায় ৩৫টি সেলাই করা হয়েছে। আহতদের মধ্যে আরও রয়েছেন আব্দুল হান্নান, তার ছেলে রায়হান, মিন্টু, রাকিব, কাউয়ুম, মিজান ও ইয়াসিন। আহতদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পুলিশ সুপার আবদুর রকিব বলেন, এটি পারিবারিক ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ। রাজনৈতিক ইস্যু নয়। নিহত মনির হোসেন মনার পরিবারকে থানায় একটি অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, বুধবার বিকেলে নিহত মনির হোসেন মনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় হাজীগঞ্জ থানা-পুলিশ।