বর পালিয়ে যাওয়ায় জামাই সেজে বিয়ে বাড়িতে বড় ভাই, ১ লাখ টাকা জরিমানা!


News Defalt/bogura _original_1735140366.jpg
পরিবার থেকে মেয়ে দেখার পর বিয়ের প্রস্তুতি নেন ছেলে পক্ষ ও মেয়ে পক্ষ। দিন তারিখ করে বুধবার (২৫ ডিসেম্বর) নিয়ম অনুযায়ী বর কনের বাড়িতে আসে। কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ধুমধামে খাওয়া শেষ হয়েছে।

বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল দুই পক্ষই। এর মধ্যে ঘটে অবাক করা কাণ্ড। বর বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বড় ভাই শেরওয়ানি পড়ে বর সেজে বিয়ে করতে এসেছে। বুধবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিয়ে না করে ১ লক্ষ টাকা খাবারে ক্ষতি পূরণ দিয়ে বাড়িতে ফিরে যায়।

স্থানীয় এলাকাবাসী ফরহাদ হাসান জানান, পারিবারিকভাবে খানপুর গ্রামের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে বিয়ে ঠিক হয়। সেই অনুসারে ছেলে পক্ষ বিয়ে করতে আসে। মেয়েটি গরীব হওয়ায় আমরা এলাকাবাসী টাকা দিয়ে বিয়ের আয়োজন করি। বর শহীদ না এসে তার বড় ভাই আব্দুল মোমিন বর সেজে এসেছে। পরে দুই পক্ষ বসে বিয়ের খরচ হওয়া ১ লক্ষ টাকা দিয়ে তারা চলে যায়।

বর সেজে আসা আব্দুল মোমিন জানান, বিয়ের জন্য ছোট ভাই শাহিদ সবকিছু কিনে প্রস্তুতি নিয়েছে। কিন্তু গতকাল রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছেনা। তাই দুই পক্ষের সম্পাদনের কথা চিন্তা করে বিয়ে করতে এসেছি। যদি তারা সম্মতি থাকত আমি বিয়ে করে নিয়ে যেতাম।

মেয়ের মা কুলছুম (ছদ্মনাম) জানান, আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি সে আসেনি। বড় ভাই বর সেজে এসেছে। এজন্য আমরা মেয়েকে বিয়ে দেয়নি।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে দুই পক্ষ বসে যেহেতু মেয়ে গরীব তাই বর পক্ষ খরচের টাকা একটা সমাধান করা হয়েছে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×