লক্ষ্মীপুরে ভাতিজার হাত ধরে উধাও চাচী
লক্ষ্মীপুরের রায়পুরে চাচী-ভাতিজার সম্পর্কের জেরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। উপজেলার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজিরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রী তার ভাতিজার সঙ্গে স্বর্ণ ও দুই লাখ টাকা নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে সৌদি আরবে জীবিকার তাগিদে অবস্থান করছেন ওই নারীর স্বামী। এ সময় তার ছোট ভাইয়ের এক সন্তানের জনক ছেলে চাচির সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে জানাজানি হলেও তাদের সম্পর্ক অব্যাহত থাকে। অবশেষে মঙ্গলবার রাতে তারা উভয়ে নিজেদের পরিবারকে ফেলে রেখে নিরুদ্দেশ হন। রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।" রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, "এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" উভয়ের পরিবার বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনা স্থানীয় সমাজব্যবস্থায় নৈতিকতার সংকটের বিষয়টি সামনে নিয়ে এসেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।
কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনীয়া উপজেলা কৃষকদলের শোভাযাত্রা
জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ ডিসেম্বর শুক্রবার রাঙ্গুনীয়া উপজেলা কৃষকদল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে। শোভাযাত্রাটি সাবেক ছাত্রনেতা দক্ষ সংগঠক মোহাম্মদ জসিম উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রাটি চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা কৃষক দলের শোভাযাত্রার সাথে মিলিত হয়। চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা কৃষক দলের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব টারজেন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরু, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব নাজিউর রহমান, সদ্য নির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র জনাব ডাঃ শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল, রাংগুনিয়া উপজেলা পারুয়া ইউনিয়ন বি এন পি র সদস্য সচিব রহমত উল্লাহ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল, রাংগুনিয়া উপজেলা যুবদলের সদস্য ইন্জিনিয়ার জাবের সিকদার ও রাংগুনিয়া উপজেলা কৃষক দলের কর্মীবৃন্দ।
১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত জেলা গোপালগঞ্জে নতুন করে কার্যালয় খুলে কার্যক্রম শুরু করেছে বিএনপি। ক্ষমতার পালাবদলে প্রায় ১৭ বছর পর অস্থায়ীভাবে জেলা কার্যালয় উদ্বোধন করেছে দলটি। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই কার্যালয় উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় কেন্দ্রীয় ওলামা দল নেতা মো ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য দেন। পরে দোয়া ও মোনাজাত পাঠ করা হয়।সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে। পরে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন দলের নেতারা।
চুনতি ডট কম ম্যারাথন অনুষ্ঠিত
লোহাগাড়ার চুনতির নতুন প্রজন্মকে নিয়ে আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে একঝাঁক তরুণ ও প্রবীণদের নিয়ে চুনতি ডট কম তৃতীয়বারের মতো আয়োজন করে ম্যারাথন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টায় পাহাড় ও সমতলবেষ্টিত জনপদ চুনতির দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হয় চুনতি ডট কম ম্যারাথন-২০২৪। এবারের আয়োজনে ৫ ও ১০ কিলোমিটার পাশাপাশি হাফ ম্যারাথন (২১.১) সংযোজন করা হয়। ডিজিটাল পদ্ধতিতে নির্ভুল রেজাল্টের চিফ টাইমিং এর ব্যবস্থা করা হয়।দেশ-বিদেশের সেরা রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। চুনতি গ্রাম ও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আধ্যাত্মিকতায় সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি চুনতির শিক্ষা ও সোনালী ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের চুনতি ডট কম ম্যারাথন প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে ১:২১:৩২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মো. ইমরান হাসান। ১:২৫:১৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় মোহাম্মদ সুজন, ১:২৬:১৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মো. মঈনুল ইসলাম, চতুর্থ আবদুল্লাহ আল নোমান। ভেটেরান (২১ কিলোমিটার) ক্যাটাগরিতে ১:৪৭:৩৮ সময় নিয়ে প্রথম স্থান পান গৌর পদ সাহা, ১:৫৯:৫০ সময় নিয়ে দ্বিতীয় নেপাল চন্দ্র ভৌমিক। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:৩৬:৪৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান শরাফুল আলম, ০০:৩৮:২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় মঈনুল আহমেদ ও ০০:৪১:৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মো. জাকির হোসেন বিব, চতুর্থ মোহাম্মদ রানা, পঞ্চম মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:১৯:২২ সময় নিয়ে প্রথম মাহফুজুর রহমান, ০০:২০:০৫ সময় নিয়ে দ্বিতীয় আসাদুর রহমান এবং ০০:২১:১০ সময় নিয়ে শাহজাহান সাবিত তৃতীয় হন। ভেটেরান (১০ কিলোমিটার ক্যাটাগরি) ০০:৪২:৪৭ সেকেন্ড সময় নিয়ে আমিনুল রহমান প্রথম, ০০:৫২:১১ সময় নিয়ে মো তোফাজ্জল হোসাইন দ্বিতীয় স্থান অধিকার করে। দৌড় শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক পদক এবং সম্মাননা প্রদান করেন মাসুদ খান এফসিএ এফসিএমএ, সাদিউল ইসলাম মুরাদ এফসিএ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিশেষজ্ঞ ড. সুলতান হাফিজ রহমান, ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক অর্থোপেডিক সার্জন সহযোগি অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন সিনিয়র মেরিন ক্যাপ্টেন শামশাদ আহমেদ খান, ডা. সাইফুল্লাহ খান, সূরাইয়া জান্নাত লাভলী, আসিফা আবেদিন, সাজি ইসলাম, প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, বাবর হোসাইন ছিদ্দিকী, অধ্যাপক সাদাত জামান খান মারুফ, মুছা রেজা সিদ্দিকী, নিজাম উদ্দিন খান ফিলিপ, অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ মানিক, শাহজাদা আবুল কালাম আজাদ, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, আসাদুল্লাহ ইসলামাবাদি।
কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: মো. মোখতার আহমেদ
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, ‘দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই। দলমতের বিভেদ ভুলে দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতি মুহূর্তে পরাজিত অপশক্তি সুযোগ বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আগের মতো রাজপথে জাগ্রত থেকে সরব ভূমিকা পালন করতে হবে। ’ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এসব কথা বলেন। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে জেলার সব পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি এ মতবিনিময় সভা করেন। সভায় ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, ‘যারা বিগত ১৫ বছর দেশবিরোধী কাজ করেছে, তাদের চক্রান্ত এখনো থেমে নেই। ডিসেম্বর মাস অতি গুরুত্বপূর্ণ, এ মাসে পরাজিত শক্তি যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে সংকটময় সময় চলছে, এ বিষয়টি মাথায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ’ এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘পরাজিত অপশক্তির চক্রান্ত মোকাবিলা করতে হলে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। শহীদ সাগর হত্যাসহ বিভিন্ন মামলার আসামিরা গ্রেপ্তার করা হলে এ সমস্যা অনেকটাই কমে যাবে। সরকার ও প্রশাসনের যে কোনো প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব সময় সহযোগিতা করতে বদ্ধপরিকর। ’ সভায় জেলা প্রশাসক মো. মুফিদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর জামায়াতের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের নেতা মামুনুর রশিদ, ইত্তেফাকুল উলামার নেতা আব্দুর রহমান, আমির ইবনে আহম্মদসহ অনেকে। এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম, সেনাবাহিনীর কর্মকর্তা ইব্রাহীম, বিজিবির কর্মকর্তা রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই
সামসুদ্দিন সরদারের ছেলে বাচ্চু সরদার মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের বাসিন্দা তার ছোট ভাই পান্নু সরদারের স্ত্রী মাহিনুর আক্তারকে নিয়ে পালিয়েছেন। এ ঘটনা নিয়ে গত দুই দিন ধরে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর পূর্বে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের সামসুদ্দিন সরদারের ছেলে ইতালি প্রবাসী পান্নু সরদারের সঙ্গে মাহিনুর আক্তারের বিয়ে হয়। পান্নু-মাহিনুর দম্পত্তির ৯ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অর্থ উপার্জন করার জন্য ৫ বছর আগে পান্নু সরদার ইতালিতে পাড়ি জমান। কিছুদিন যেতে না যেতেই শুরু হয় বাচ্চু ও মাহিনুরের পরকীয়া প্রেমলীলা। এলাকায় বিষয়টি জানাজানি হলে বাচ্চু তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। অভিযুক্ত বাচ্চু ও মাহিনুর গাজীপুরের টঙ্গীতে গিয়ে বসবাস করছেন বলে লোকমুখে শোনা যায়। অভিযুক্ত বাচ্চু সরদারের স্ত্রী ও ২ সন্তান রয়েছে। সেই স্ত্রী সন্তানকে অবহেলা করে সে এখন তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করে। ধুরাইল ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান মুন্সী বলেন, বাচ্চু সরদার ও মাহিনুর যে কাজটি করেছে সেটা খুবই জঘন্য। তাদের এই কুকীর্তি এলাকার সবাই জেনে ফেলায় তারা এখন গ্রাম থেকে শহরে গিয়ে থাকে। শুনেছি মাহিনুর নামের ওই মহিলা তার স্বামী পান্নুকে ডিভোর্সও দেয়নি। অভিযুক্ত বাচ্চুর স্ত্রী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী একটা প্রতারক। সে আমার সংসার থাকাকালীন তারই ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। আমাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। স্ত্রী-সন্তান রেখে সে তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করছে। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। ভুক্তভোগী প্রবাসী পান্নু সরদার বলেন, আমি দীর্ঘ ৫ বছর ধরে ইতালিতে থাকি। স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতে কষ্টের জীবন কাটাচ্ছি। সেই স্ত্রীই মেয়েকে ফেলে আমার বড় ভাই বাচ্চু সরদারের সঙ্গে পরকীয়া করে টাকাপয়সা, স্বর্ণ-গহনা নিয়ে পালিয়েছে। আমি প্রবাসে থাকায় আমার বড় ভাই বাচ্চু আমার স্ত্রীকে নিয়ে পালাল, তার একটুও বুক কাঁপলো না। কতটা জঘন্য হলে একটা ভাই এমন কাজ করতে পারে। তিনি বলেন, আমি টঙ্গী থানায় একটি মামলাও করেছি, মামলাটি চলমান আছে। বাচ্চুর একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কও ছিল, প্রতিবাদ করলে আমাকে মারধর করত। আমি বাচ্চুর ভয়ে এখন আমার বাবার বাড়িতে বসবাস করছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চু সরদারকে ফোন দিলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, বাচ্চু সরদার তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে এ ঘটনা সত্য। বাচ্চু-মাহিনুর জঘন্যতম কাজ করেছে। ওদের সামাজিক ও আইনিভাবে বিচার হওয়া উচিত।
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৮ দশমিক ৪ ডিগ্রিতে
ঘন কুয়াশা আর উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এর তিন ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে,পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। সকালে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। ফলে সারাদিন ঠাণ্ডা আবহাওয়া আর শেষ বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষ। এছাড়াও শীত বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদফতরের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর তিন ঘণ্টা আগে ভোর ৬ টায় তেঁতুলিয়ায় ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
চট্টগ্রামে টেলিগ্রাম গ্রুপে ‘মধুকুঞ্জের টোপ’, ৫ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে টেলিগ্রাম অ্যাপে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ খুলে বাসায় ডেকে এনে ফাঁদে ফেলে চাঁদা দাবি করা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের এ সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- তানজিল আক্তার (২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আকতার (৩৬), মো. সাদেক হোসেন বাপ্পি (২২)। এ ছাড়া আরেকজন কিশোর গ্রেপ্তার হয়েছে, তার বয়স ১৫ বছর। ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহাম্মদ জানান, গত ৬ নভেম্বর একজন চা-পাতা ব্যবসায়ীর সঙ্গে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’র নাবিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। সেই সুবাদে গত ৯ ডিসেম্বর রাতে হ্যাপী ওই ব্যবসায়ীকে কৌশলে তার বাসায় নিয়ে যান। তারপর অন্য আসামিরা বাদীকে আটক করে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলবেন বলেও হুমকি দেওয়া হয়। এ সময় ব্যবসায়ীর কাছে থাকা মোবাইল ফোন ও ১৮ হাজার টাকা চাঁদা আদায় করেন তারা। অবশিষ্ট টাকা এনে দিতে বলে ছেড়ে দেওয়া হয়। এরপর গত ১০ ডিসেম্বর বিভিন্ন সময়ে আসামিদের মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করে তাদের দাবিকৃত চাঁদা ১২ লাখ টাকা চান। একপর্যায়ে ওই ব্যবসায়ী বিষয়টি পুলিশকে জানান। পরে অভিযান চালিয়ে ভিআইপি সিক্রেট গ্রুপের (টেলিগ্রাম গ্রুপ) সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাচ–বাংলা ব্যাংকের দুই কর্মচারীকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাই
সিরাজগঞ্জে ডাচ–বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্টের দুই কর্মচারীকে অপহরণ করে ২৮ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়েছিল অপহরণকারীরা। অপহৃতরা হলেন– উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী। ডাচ–বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, ‘ঘটনার সময় একটি ব্যাগে করে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে তার কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। ৫ থেকে ৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।’ মীর বাবু আরও বলেন, ‘মোটরসাইকেলটি রাস্তার পাশেই পড়ে ছিল। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে জানিয়েছি।’ উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা ঘটনার তদন্ত শুরু করি। ডাচ–বাংলা ব্যাংকের অপহৃত দুই কর্মচারীকে উদ্ধারে অভিযান চালাই। পরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিয়ামতপুর থেকে অপহৃত দুই কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে।’ পুলিশ পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অপহরণকারীরা টাকা নিয়ে তাদের দুজনকে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। অপহৃত দুজনই সুস্থ আছে। অপহরণকারী চক্রকে ধরতে অভিযান চলবে।’
চিন্ময় দাশের জামিন শুনানির তারিখ নির্ধারণ
চট্টগ্রাম বারের কোন আইনজীবী ওকালতনামা জমা না দেয়ায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পূর্বনির্ধারিত তারিখ ২ জানুয়ারিতেই হবে শুনানি। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেন। সকালে দ্বিতীয় দিনের মত ঢাকা থেকে যাওয়া আইনজীবী রবীন্দ্র ঘোষ জামিন শুনানির আবেদন জমা দেন। বিকালে আদেশের পর রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আজ (১২ ডিসেম্বর) মুভ করেছিলাম। এই বারের আরেকজন আইনজীবী না থাকার কারণে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। এটা যদি রিজেক্ট হয়, আমরা হাই কোর্টে যাব।’ পরে চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আদালত ওনাকে (রবীন্দ্র ঘোষ) সুযোগ দিয়েছিলেন৷ কিন্তু, তিনি বিধি মোতাবেক উপস্থিত হতে পারেননি। তাই, আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। চিন্ময় দাশের জামিন শুনানি পূর্ব নির্ধারিত আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।’ এর আগে বুধবার (১১ ডিসেম্বর) একই আদালতে আইনজীবী রবীন্দ্র ঘোষের করা তিনটি আবেদন খারিজ হয়েছিল। রাষ্ট্রপক্ষ ও আইনজীবী সমিতির নেতারা জানিয়েছিলেন, আসামি চিন্ময়ের পক্ষে আইনজীবী রবীন্দ্র ঘোষের কোন ওকালতনামা না থাকায় আদালত আবেদনগুলো খারিজ করেছে। রবীন্দ্র ঘোষ দাবি করেছিলেন, আইনজীবীদের বাধায় আদালতে আবেদনের শুনানি করা সম্ভব হয়নি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে আইনজীবীদের দাঁড়াতে বাধা দেয়ার অভিযোগ করে আসছে। যদিও চট্টগ্রামের আইনজীবী সমিতির নেতারা এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে, সমিতির সদস্যদেরকে এ সংক্রান্ত মামলার শুনানি থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তারা।
টঙ্গীতে সংঘর্ষে জড়াল তাবলীগ জামাতের দুই গ্রুপ, আহত চার
গাজীপুর জেলার টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাদপন্থীদের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের বাহিরে স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিজামুদ্দিন মার্কাজ (সাদপন্থী) অনুসারীরা জানায়, আগমী ২০ ডিসেম্বর জোড় ইজতেমার বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে তারা এখানে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন। তারা আরও জানায়, সুরায়ে নেজাম (যুবায়ের পন্থী) টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। আমরা জোড় ইজতেমা করার জন্য ময়দানে ঢুকতে চাইলে আমাদেরকে তারা বাঁধা দেয় ও হামলা চালায়। এ দিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে যুবায়ের অনুসারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরে প্রবাসী পরিবারে শোকের ছায়া
মাদারীপুর সদর উপজেলার রাজৈর থানার দূর্গাবর্দী গ্রাম নিবাসী আলহাজ মোঃতাহের হাওলাদার (৮০)গ তকাল ১১, ডিসেম্বর রোজ বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের যানাযার নামাজ আজ ১২ ডিসেম্বর বেলা ১১ঃ০০ টায় তাঁর নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়। তিনি বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ,ছেলে- মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইতালি প্রবাসী মিলান শহরের সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন মামুন এবং মাসুম হাওলাদার ও শাহীন হাংলাদারের পিতা। এছাড়াও তার আরেক ছেলে অষ্ট্রেলিয়া প্রবাসী। বাবার মৃত্যুতে প্রবাসী ছেলেরা দ্রুত দেশে ফিরেছেন। প্রবাসী পরিবারে প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইতালি ও অষ্ট্রেলিয়ার বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে চসিকের জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর উপায় বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। র্যালিটি মেমন হাসপাতাল থেকে শুরু হয়ে সিটির বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে জিপিওর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মশা নিধনে চসিক নিয়মিত কার্যক্রম চালাচ্ছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। ময়লা জমে থাকা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি। আমাদের প্রচেষ্টা একা যথেষ্ট নয়। স্থানীয় জনগণকে সিটি করপোরেশনের সঙ্গে সহযোগিতা করতে হবে। এভাবেই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পেতে পারি।’ ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক নেতাকর্মী, মহল্লা কমিটি ও স্থানীয়দের বলেছি, পরিচ্ছন্নতা সুপারভাইজার ও পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমত কাজ করছে কিনা, তা দেখবেন। নিজের শহর হিসেবে কিছু দায়িত্ব আপনারাও নেন। যেখানেই মনে করবেন ময়লা আবর্জনা আছে বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন আছে, সেখানে প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারদের সরাসরি ফোন করবেন। যদি সাড়া না দেয়, সেই ব্যবস্থা আমরা করব।’ জ্বর দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে মেয়র বলেন, ‘রোগ এক বার হয়ে গেলে তো চিকিৎসা নিতে হয় এবং কেউ শক সিনড্রোমে চলে গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কারো লক্ষণ থাকলে অবহেলা না করে ডেঙ্গু সেন্টারে আসতে পারে, আমাদের মেমন-২ হাসপাতালে। সেখানে আমরা ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করে দিই। সেখানে আমরা রোগীও রাখি।’‘গতকাল একজন শিশু মারা গেছে। ৩-৪ দিন ধরে জ্বর নিয়ে ছিল। শিশুটির অভিবাবকরা অবহেলা করে হাসপাতালে যায়নি। পরবর্তী যখন খুব সিরিয়াস তখন গিয়েছে। ২-৩ দিনের অধিক জ্বর থাকলে, কমপক্ষে একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত। ডেঙ্গুর যে ভ্যারিয়েন্ট এখন, কসমোপলিটন যে ভ্যারিয়েন্ট আছে, সেটার কারণে এবার রোগী বেশি।ডেঙ্গু নিয়ে আমাদের সতর্কতা বজায় রাখতে হবে। আমাদের যে প্রচার সেটা চলতে থাকবে। যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে মানুষকে রক্ষা করতে পারব।’ শাহাদাত হোসেন জানান, মশা নিধন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।’ তিনি জনগণের প্রতি আহ্বান জানান, নিজেদের ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তির পথ।’ মেয়র আরও জানান, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসা কার্যক্রম নেয়া সম্ভব।’ তিনি বলেন, ‘চিকুনগুনিয়ার লক্ষণ হিসেবে জয়েন্টে ব্যথা হয়, আর ডেঙ্গুর ক্ষেত্রে শরীরের মাংসপেশিতে তীব্র ব্যথা এবং র্যাশ দেখা দিতে পারে। এ লক্ষণগুলোর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।’ জনসচেতনতা সভায় শাহাদাত হোসেন বলেন, ‘রোগ শনাক্তের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু না করলে পরিস্থিতি জটিল হতে পারে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, জ্বর দুই-তিন দিনের বেশি স্থায়ী হলে অবহেলা না করে আমাদের ডেঙ্গু সেন্টারে এসে পরীক্ষা করান।’ ‘চসিক ইতোমধ্যে ডেঙ্গু রোগ শনাক্তকরণ ও চিকিৎসার জন্য একটি বিশেষ সেন্টার চালু করেছে। সেন্টারে প্রয়োজনীয় এন্টিজেন পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সিরিয়াস কেসগুলোতে হসপিটালাইজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ জনগণকে সহজেই প্রাথমিক চিকিৎসা নিতে সাহায্য করবে।’ এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. ইমাম হোসেন রানা, ডাক্তার এসএম সরোয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ।
অপহরণ ও ধর্ষণে সহযোগিতা মামলায় সাবেক ভূমিমন্ত্রী রিমান্ডে
খুলনায় অপহরণ ও ধর্ষণে সহযোগিতা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১’-এর বিচারক রাকিবুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে নারায়ণ চন্দ্র চন্দকে কড়া নিরাপত্তা প্রহরায় কারাগার থেকে আদালতে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। রিমান্ড মঞ্জুরের পর তাকে ফের কড়া নিরাপত্তা প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনজীবীরা জানান, বিয়ে করার কথা বলে ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ দীর্ঘ দিন ধরে কলেজ পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করেন। গত ২৭ জানুয়ারি রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ জানুয়ারি বিকাল পাঁচটায় হাসপাতাল চত্বর থেকে সবার সামনে তাকে অপহরণ করে নিয়ে যায় এজাজের সহযোগীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। গত ৬ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ণ চন্দ্রকে আটক করেছিল বিজিবি।
কেশবপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০
যশোর জেলার কেশবপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম মুনজুর রহমানের সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউপির চেয়ারম্যানকে পরিষদে যেতে বাধায় দেয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এসএম মুনজুর রহমান কার্যালয়ে যেতে পারছিলেন না। তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেন। বুধবার সকালে মনজুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান। সেখানে স্থানীয় বিএনপির নেতারা তাকে বাধা দেয়। এ সময় দুইপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ এসে শান্ত করে। পরে রাত সাড়ে সাতটার দিকে ফের মুনজুর তার সমর্থকদের নিয়ে পরিষদ এলাকায় গেলে বিএনপির নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি যানবাহন ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ জন আহত হয়েছে।সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহিউদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘ইউপির চেয়ারম্যানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আহত করেছে। এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়েছে।’ বক্তব্য জানতে মুনজুর রহমানের মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘মূলত দুই পক্ষের মধ্যে ঘের নিয়ে দীর্ঘ দিনের কোন্দল রয়েছে। ইউপির চেয়ারম্যান দীর্ঘ দিন পরিষদে যান না। কোন্দলের বিষয়ে তাদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হলেও তারা মানেননি। বুধবার চেয়ারম্যান তার পরিষদে যায়। সকালে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ তা শান্ত করে। পরে রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দশজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এরা বিএনপি সমর্থিত। তবে, তারা কেউই গুরুতর আহত নন। অপর দিকে, চেয়ারম্যান সমর্থিত আহতরা খুলনায় চিকিৎসা নিচ্ছে বলে জানতে পেরেছি।’ ঘটনার পর থেকে এলাকায় পুলিশ টহলে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গতকালের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনতে আদালতে আবেদন
সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রামের আদালতে আবেদন করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন।গত ৩ ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছিল। ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেফতার হলে পরদিন তাকে কারাগারে প্রেরণ করে আদালত।
কালিয়াকৈরে দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ধাওয়া দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তাজবির হোসেন শিহান। ২৬ বছর বয়সী শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মাজার রোডের সামনে পৌঁছলে ধারালো অস্ত্র হাতে কয়েকজন যুবক ধাওয়া দিয়ে তাকে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভালুকায় ফাঁসিতে ঝুলে স্বামী-স্ত্রীসহ তিনজনের আত্মহত্যা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় একই দিনে একই সময়ে এক উড়না দিয়ে সদ্য বিবাহিত প্রেমিক যুগল সহ ৩জন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার ডুবালিয়াপাড়া ও কাশর এলাকা থেকে ভালুকা মডেল থানা পুলিশ লাশ তিনটি উদ্ধার করে। নিহতেরা হলেন দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে মফিজুর রহমান সাগর (২৫) ও তার স্ত্রী নেত্রকোনার মদন থানার ইমদাদপুর এলাকার দুখু মিয়ার মেয়ে রেহেনা আক্তার নূপুর (১৯)। নিহত আরেকজনের নাম সোনালী আক্তার (১৭)। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ছোট কাশর এলাকার জয়নালের ভাড়া বাসা থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় সোনালী আক্তার (১৭) নামে এডভান্স মিলের এক শ্রমিক গলার উড়না দিয়ে ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর পরই একই ইউনিয়নের পাশ্ববর্তী হবিরবাড়ী ডুবালিয়া পাড়ার হেকমত মন্ডরের ভাড়া বাসায় স্বামী স্ত্রী নিহতের খবর পেয়ে বাসার দু’তলা রুমে ঘরের সিলিং ফ্যানের সাথে একই উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্থানীয় ক্রাউন ওয়্যার্স লিঃ এর সুইং অপারেটর রেহেনা আক্তার নূপুর ও তার স্বামী একই ফ্যাক্টরীর কাটিং হেলপার মফিজুর রহমান সাগরের লাশ উদ্ধার করে থানা মর্গে নিয়ে যায়। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির মরদেহগুলো উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সকলেই ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। হুমায়ুন কবির বলেন, বুধবার সন্ধ্যার দিকে কাশর এলাকা থেকে সোনালী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, সোনালী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। পরে ডুবালিয়াপাড়া এলাকা থেকে সাগর ও নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু তারা কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাগুলো কি কারণে ঘটেছে তা তদন্ত করে বিস্থারিত জানানো হবে বলে জানান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে এবং আইনি প্রক্রিয়াধীন।
গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ছালেহা আক্তার, ইমরান হাসান রাজন, মামুন এবং দুলাল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সামনে থাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত তিনজন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বাসন থানার ওসি রাহেদুল ইসলাম। তিনি জানান, কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।
সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় গরু হস্তান্তর
দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় একটি গরু মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। এর আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে গরুটি। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন। হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে ফেরত দেওয়া হয়। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যহত থাকবে।
সিলেটে দুই দিনে পৌনে ২ কোটি টাকার মালামাল জব্দ
দুই দিনে প্রায় পৌনে ২ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।এতে জানানো হয়- মঙ্গল ও বুধবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং পাথরকোয়ারীতে অভিযানে ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিন ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার, মোটরসাইকেল জব্দ করা হয়। এছোড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে বিজিবি। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ হাজার ১৫০ টাকা। কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালানের মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। মঙ্গল ও বুধবার অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।
মোহাম্মদপুরে গাঁজাসহ চার মাদককারবারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেপ্তার চারজন হলেন মো. সোহেল মিয়া (২০), মো. জীবন হোসেন (২১), মো. মুন্না হোসেন (২১) ও ওয়াসিম (৪২)। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি ওয়ারী বিভাগ সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) মোহাম্মদপুরের গজনবী রোডের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে সোহেল, জীবন, মুন্না ও ওয়াসিম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার অনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার চারজন ও পলাতক একজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা কুমিল্লা জেলার পলাতক এক ব্যক্তির কাছ থেকে জব্দ করা গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য গজনবী রোডের কলেজ গেট এলাকায় অবস্থান করছিল। তারা কুমিল্লা এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব কামাল খান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতর থেকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। মাহাবুব কামাল খান সুজন ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলম খা’র ছেলে। তার বাড়ি পূর্ব ফকিরপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং শতাধিক ছাত্র আহত হয়। এ ঘটনায় মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন গত ১৩ নভেম্বর। মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। ওই মামলার ৮৬নং আসামি হলেন মাহাবুব কামাল খান সুজন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিল বিএসএফ
ভারতে অনুপ্রবেশ করে আটক হওয়া বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিনন্দ দাশের ছেলে মৃদুল দাস (১৯) ও অর্জুন দাসের মেয়ে রিমু দাস (২৫)। তাদের সঙ্গে দুইটি শিশুও ছিল। বিজিবি জানায়, ওই তরুণ-তরুণী গত মঙ্গলবার গভীর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর সীমান্তের মোহনপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতের অভ্যন্তরে যাওয়ার পর সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আবদুর রউফ ও বিএসএফ ক্যাম্পের এসআই প্রভিন কুমারের নেতৃত্বে দুই বাহিনীর পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বলে ২৫-বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন। তিনি বলেন, মাধবপুর থানায় মামলা দায়েরের পর আটক দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের সঙ্গে থাকা একটি শিশুকে তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। অপর শিশু মায়ের সঙ্গে কারাগারে থাকবে।