ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)। আহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর গ্রামের হাজী আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০), একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ মাসুদ (৬০), হাজী আব্দুল ছোবানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০), হাজী আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকার মিজান মিয়ার ছেলে তানভীর (১০)। ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় বেপোরোয়া গতির কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাস এবং সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা এক শিশু ও এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ওসি জানান, এই ত্রিমুখী সংঘর্ষে আরও ছয়জন আহন হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এতে করে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পরে গত রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহর পুরোপুরি দখলে নেয় আরাকান আর্মি। এমন সংবাদ পেয়ে বিজিবির অনুরোধে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাফনদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সতর্কতা জারি করাসহ সেদেশের সীমানার কাছাকাছি না যাওয়ার জন্য বলা হয়েছে। সেইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত এই পথ দিয়ে কাউকে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এখন আপাতত এপারে কোনো বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে না। অপরদিকে নাফনদীতে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরাও টহল জোরদার করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।
এক হাজার কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক
চাঁদপুরের শাহরাস্তি থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার কচ্ছপের একটি বড় চালান আটক করা হয়েছে। যেগুলো ভারতে পাচারের উদ্দেশে মজুত করা হয়েছিল বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ভাষ্য। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দোয়াভাঙ্গা কালীবাড়ি রোড এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে আনুমানিক ৮০০ কেজি কচ্ছপ জব্দ করা হয় বলে জানান বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, গোপন খবর পেয়ে ওই এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির হাজার খানেক কচ্ছপ উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ৮০০ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ৫০০ কেজি, করি কাইট্টা ২৮০ কেজি এবং হলুদ কচ্ছপ ২০ কেজি আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয়রা জানায়, কুঁচিয়া ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এক দল অসাধুচক্র এসব কচ্ছপ শিকার করে ভারতে পাচার করে আসছিল। এদিকে, উদ্ধারকৃত কচ্ছপগুলো জলাশয়ে অবমুক্ত করার কথা জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির ঝরছে পঞ্চগড়ে
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরা শিশিরের সঙ্গে হিমেল হাওয়া যোগ হওয়ায় উত্তরের এই জনপদের মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে। সামনে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস জানায়, বুধবার (১১ ডিসেম্বর) ভোর ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। বইছে হিমেল হাওয়া। শহরের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে চলছে দূরপাল্লার বাস ও মিনিবাস, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। একই শহরের বাইরের সড়কগুলোতেও। এখন পর্যন্ত রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই শীতে কাবু হয়ে পড়েছেন তারা। আজ ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেশি কষ্ট পোহাতে হচ্ছে। শীতে হাত-পা অবশ হয়ে আসার উপক্রম। পাথর শ্রমিক সোহরাব হোসেন বলেন, প্রতিদিন ভোরে কাজে গেলেও আজ কুয়াশার কারণে কাজে যেতে পারছি না। বেলা বাড়ার পর বের হওয়ার চিন্তা করেছি। ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, সকালে ঠান্ডা বেশি হলেও অনেক সময় দূরের যাত্রী বাস থেকে নামেন। এ সময় ভাড়া বেশি পাওয়া যায় বলে সকালে কষ্ট হলেও এসেছি। ঠান্ডার মধ্যে ভ্যান চালানো অনেক কষ্টকর। কিন্তু কী করব। উপায় তো নেই। ভ্যান চালিয়ে আমাদের চলতে হয়। স্কুল শিক্ষার্থী রায়হান হোসেন বলেন,গতদিনের তুলনায় আজকে কুয়াশা পড়েছে অনেক। ঠান্ডাও লাগছে বেশ। তারপরও ঠান্ডা উপেক্ষা করে কোচিংয়ে বের হয়েছি। এদিতে ঠান্ডা পড়ায় বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, উত্তরের হিমশীতল ঠান্ডা বাতাস বইছে এবং গতকাল থেকে কুয়াশার আবরণে ঢাকা পড়েছে উত্তরের এ জেলা। আজ কুয়াশাটা আরও বেশি পড়েছে। তবে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে। যা গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল
ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল। দেশে তেলের সংকট কাটাতে এই তেল ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তবে এ তেল আসার একদিন আগেই তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। এসব তেল দেশে এনেছে বড় তিনটি প্রতিষ্ঠান। এসব ব্যবসায়ীদের দাবি, আজকে আসা তেল পরিশোধন করে বাজারজাত করলে সয়াবিন তেলের দাম রোজার আগেই নিয়ন্ত্রণে আসবে। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, গত ৫ নভেম্বর আর্জেন্টিনা থেকে এমটি আরডমোর চেয়েন্নে নামে একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি চট্টগ্রামে পৌঁছে ৬ ডিসেম্বর। মাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশ্যে ৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এমটি সানি ভিক্টরি নামের আরেকটি জাহাজ অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ৭ নভেম্বর ব্রাজিলের বন্দর থেকে রওনা দেয়। ১০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছায়। এ ছাড়া এমটি ডাম্বলডোর নামে আরেকটি জাহাজ গত ২ নভেম্বর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ৭ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছায়। এ ছাড়া একই দেশ থেকে জিঙ্গা থ্রেশার নামে একটি জাহাজ ৫ নভেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চারটি জাহাজে করে মোট ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল এসেছে। এর মধ্যে আরডমোর চেয়েন্নে থেকে সম্পূর্ণ তেল খালাস করা হয়েছে। বাকি তিনটি জাহাজ থেকে তেল খালাস করে কাস্টম নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে বলে জানান তিনি।
হত্যা মামলায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত সেই শ্যামল গ্রেফতার
সোশ্যাল মিডিয়ায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল শ্যামল চন্দ্রকে (৩৮) একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক বছর আগে এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপে ‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ বাক্য ব্যবহার করে আলোচনায় এসেছিলেন শ্যামল। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর মামলা করেন। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকেও এতে আসামি করা হয়েছে।
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ রং মিস্ত্রির
নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন রং মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাঁকাপুর এলাকায় দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, একই উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতিহাট এলাকার নুর আলম। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল, জাহিদ ও নুর আলম রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাঁকাপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তারা। এসময় চালক ট্রাকটি তাদের ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় জাহিদ ও নুর আলমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদেরও মৃত্যু হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস আলমের বাসার সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান
বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কের এস আল হাউসে সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা। তারা জানান, বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান নিয়েছেন এখানে। এতে অংশ নেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফাসহ বিভিন্ন শাখা অন্য কর্মকর্তারা। এ সময় তারা জানান, সংকটে রয়েছে ব্যাংকটি। সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহকসংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে, তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। গ্রাহকরা যখন জানতে পেরেছেন, তাদের টাকাগুলো সুরক্ষিত নয়। তখন তারা একসঙ্গে এসে ডিপোজিট উঠিয়ে নেওয়ার জন্য চাইছেন। কিন্তু, একসঙ্গে এত টাকা কোন ব্যাংকের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়। বাংলাদেশে ব্যাংক একটি উদ্যোগ নেওয়ার ফলে কিছু টাকা ফেরত দিতে পারছে। তবে, বড় অঙ্কের খেলাপিগুলো আদায়ে এই কর্মসূচি একটি একটি বার্তা দিচ্ছে বলেও জানান কর্মকর্তারা। ব্যাংকের হিসেবে, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলমসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ করা হয় ৩৫ হাজার কোটি টাকা।
৭৯ নাবিকসহ বাংলাদেশের দুই জাহাজ ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড
৭৯ জন নাবিকসহ বাংলাদেশের দুইটি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। এতে উদ্বেগ দেখা দিয়েছে অপহৃতদের পরিবার ও সংশ্লিষ্টদের মাঝে। জাহাজে আটক নাবিকরা তাদের উদ্ধারে সরকারি পর্যায়ে আলোচনার অনুরোধ জানিয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশি মাছ ধরার জাহাজ এফভি মেঘনা-৫ ও লয়লা-২ ভারতের কোস্টগার্ড বাহিনীর ছিনতাইয়ের কবলে পড়ে। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা জানাচ্ছে, জাহাজ দুইটির বর্তমান অবস্থান ভারতের প্যারাদ্বীপ বন্দর থেকে নয় নটিক্যাল মাইলের মধ্যে। গেল ২৪ নভেম্বর এফভি মেঘনা-৫ আর ২৭ নভেম্বর এফভি লাইলা-২ নামের দুইটি জাহাজ মাছ আহরণের জন্য সাগরে যায়। জাহাজের মালিক প্রতিষ্ঠান সিএন্ডএ আগ্রোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহে জানান, রোববার (৮ ডিসেম্বর) রাতে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় মাছ আহরণ করা অবস্থায় ভারতের কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুইটি ঘিরে ফেলে। এক পর্যায়ে জাহাজ দুইটিকে নিজেদের জনসীমায় নিয়ে যায় তারা। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ছেড়ে দিলে জাহাজ দুইটি ফের হিরণপয়েন্ট এসে জাল ফেলতে শুরু করে। কিছু সময়ের মধ্যে ফের ভারতের কোস্টগার্ড এসে তাদের ধরে নিয়ে যায়। জাহাজ দুইটির ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে নয় নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আছে বলে জানা গেছে। প্রতিটি জাহাজে ৫-৬ জন করে কোস্টগার্ডের অস্ত্রধারী সদস্যরা পাহারায় আছে। সর্বশেষ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় স্যাটেলাইট ফোনে জাহাজ দুইটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিকপক্ষের। মুক্তি পেতে সরকারের সহায়তা চেয়েছে বলে জানিয়েছে আরেক জাহাজের মালিক প্রতিষ্ঠান লাইলা এগ্রোর সিএও মিন্টু সাহা। তিনি জানান, নাবিকরা উৎকণ্ঠা জানিয়েছে। তাদের দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।এফভি মেঘনায় ৪২ জন আর এফভি লাইলাই ৩৭ জন নাবিক ও জেলে রয়েছেন। ভুল করে এক দেশের জলসীমায় অন্য দেশের ফিশিং ট্রলার ঢুকে পরলে তা আটকের পর সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ছেড়ে দেওয়ার অসংখ্য নজির রয়েছে। তবে, এক দেশের জলসীমায় ঢুকে জাহাজ ছিনতাই করে ২৩০ নটিক্যাল মাইল দূরে নিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। এ নিয়ে চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার জানান, তারা জাহাজের অবস্থান নির্ণয় করেছেন। গেল সোমবার (৯ ডিসেম্বর) এই সংবাদ শোনা মাত্রই তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ চলছে।
অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় দশ শিক্ষার্থী আহত
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের ফেরার খবরে স্থানীয়দের হামলায় দশ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর প্রতিবাদে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে আট কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ছাত্ররা যুবদলের নেতা রুহুল আমিনের বিচার এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামসহ কয়েকজন শিক্ষকের অপসারণ চেয়ে স্লোগান দেন। পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘণ্টাব্যাপী চলা অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ দিকে, মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা দাউদকান্দি মডেল থানার সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন রুহুল আমিনের নেতৃত্বে উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে হামলা করে স্থানীয়রা। অধ্যক্ষ জসীম উদ্দিনের অপসারণ চেয়ে কলেজের পাঠাগার ভাঙচুর করা হয়। সেদিন থেকে ছুটিতে ছিলেন জসীম উদ্দীন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জসীম উদ্দীন কলেজে ফেরার খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে বরণ করে নিতে ক্যাম্পাসে উপস্থিত হন। এ খবর ছড়িয়ে পড়লে অধ্যক্ষকে কলেজে ঢুকতে দেওয়া হবে না ঘোষণা দিয়ে স্থানীয় কয়েকজন তরুণ লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দিতে থাকেন। এ সময় ছাত্রদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের হামলায় দশ শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীরা হলেন সাজ্জাদ, দ্বীপ, ফয়সাল, মৃদুল, কামরান, সিয়াম, রিমন, তানভীর, ফয়সাল, জিসান, হামিদা, সাদিয়া, মনিকা, দিয়া, ইসরাত জাহানসহ কয়েকজন। শিক্ষার্থী সাজ্জাদ, ইয়ামিন, জিসান বলেন, ‘আমাদের প্রিন্সিপাল স্যার কলেজে আসবেন সেজন্য আমরা কলেজে যাই। কলেজে পৌঁছার আগেই রুহুল আমিনের লোকজন ও ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ কয়েজন মিলে আমাদের ওপর হামলা করে। আমাদের ১৫-২০ জন সহপাঠী আহত হয়েছেন।’ জসীম উদ্দিন বলেন, ‘গেল ৫ আগস্টের পর থেকে আমি ছুটিতে ছিলাম। আজ কলেজে যাওয়ার খবরে শিক্ষার্থীরা আমাকে বরণ করতে এলে স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনের ভাইসহ সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আমি এ হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ আমিনুল ইসলাম ও যুবদলের নেতা রুহুল আমিনের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও রিসিভ করেননি। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা শুনেছি। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ফেসবুকে ঘোষণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক
পদত্যাগের হিড়িক পড়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদ্য অনুমোদনকৃত কমিটিতে থেকে একসঙ্গে ছয়জন সরে দাঁড়িয়েছেন। গেল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সিলেট জেলা শাখার ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এদের মধ্যে এই ছয়জন ছাড়াও ইতিমধ্যে অনেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী শিক্ষার্থীরা মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আইডি থেকে লিখেন, ‘দেশের এই বিপ্লবে সব শ্রেণি-পেশার মানুষ অবদান রেখেছে এবং সংস্কার এ কাজও করেছে। আমাদের মতে, এসব কমিটির কারণে মানুষের ঐক্যে ফাটল ধরে। আমরা বিশ্বাস করি, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে কোন পদ-পদবীর প্রয়োজন নেই, নিজেকে প্রতিষ্ঠিত করি নিজের পরিবারের পাশাপাশি দেশের জন্য ভাল কিছু করতে চাই।’ পদত্যাগকারীরা হলেন আরিফ আহমেদ চৌধুরী, আব্দুল গাফফার আফজল, শেখ উসমান ফারুক, তৌসিফ আহমেদ চৌধুরী, অমিত হাসান ও ফাহিমুজ্জান। এ নিয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘তাদের হয়ত এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছে নাই, এ জন্য তারা পদত্যাগ করছে। এটা খুবই স্বাভাবিক এবং এই স্বাধীনতা সবার আছে।’ ‘কমিটির জন্য প্রত্যেক এলাকার প্রতিনিধির মাধ্যমে নামগুলো এসেছে, তারা হয়ত যাচাই না করেই নামগুলো পাঠিয়েছেন। এ জন্য এই সমস্যা হয়েছে।’
চট্টগ্রামে ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিকদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের নির্দেশ সিভিল সার্জনের
চট্টগ্রাম সিটিতে অবস্থিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকদের সাথে মত বিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় সোমবার (৯ ডিসেম্বর) সকালে বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাক্তার একেএম ফজলুল হকের সভাপতিত্বে এ সভা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টহগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসাপাতালের সেবার মান বৃদ্ধি, সেবাপ্রাপ্তি সহজীকরণ, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ সৃষ্টি তথা জনসাধারণকে উন্নতর সেবা প্রদান নিশ্চিত করা বাধ্যতামূলক।’ কর্মরত চিকিৎসকসহ সব স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের নির্দেশনা প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ জানান সিভিল সার্জন। তিনি আরো বলেন, ‘হাসপাতালের প্রবেশপথ, বহিরাঙ্গন, আউটডোর ও ইনডোর সহ ওয়ার্ড এবং শৌচাগার ইত্যাদিতে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।’ ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি জন্য ও ডেঙ্গু রোগীদের প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানের গুরুত্বারোপ করেন সিভিল সার্জন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের মো. আবদুল মোকালিব, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ডাক্তার এটিএম রেজাউল করিম প্রমুখ।
দুই দিন আওয়ামী লীগের মিছিলে গিয়ে চার মাস পালিয়ে আছি!
ছাত্র-জনতার আন্দোলনে গেল আগস্টে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের বহু নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন। কেউ আছেন দেশে, কেউ দেশের বাইরে। অনেকে আবার গ্রেফতার হয়েছেন। এ অবস্থায় দলের কর্মী-সমর্থক ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায়। হামলা মামলার ভয়ে তারা বাড়িঘরে থাকতে পারছেন না। বাইরে থাকা অনেকে যোগাযোগ রাখতে পারছেন না পরিবার-পরিজনদের সাথে। কেউ কেউ আছেন আর্থিক সংকটে। তবে, রাজনীতি করা নয় শুধু সমর্থন করেই পালিয়ে আছেন বগুড়া জেলার একাধিক ব্যাক্তি। অভিযোগ, জীবনে রাজনৈতি না করেও মামলা ও হুমকি দেয়া হচ্ছে তাদের। বগুড়ার স্থানীয় মাছ ব্যবসায়ী নিমাই ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, জীবনে রাজনীতি করিনি ভাই। শুধু দুই দিন সর্মথনে মিছিলে ছিলাম। আজ চার মাস পালিয়ে। জানি না কবে ফিরব। সরকার পতনের পর আচানক বগুড়াবাসীর ক্ষোপ জমেছে সাবেক নেতাকর্মীসহ সমর্থনকারীদের উপরেও। যার ফলে এখনো পালাতক ৪০০জনেরও বেশি। এর আগে, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গেল ৫ আগস্ট দেশ ছেড়ে হেলিকপ্টারযোগে পালিয়ে ভারতে আশ্রয় নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও কেন্দ্রীয় বহু নেতার খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। তবে, কেউ কেউ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। এত বছর ক্ষমতায় থাকার পরও কেন দলকে শক্তিশালী করা যায়নি, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন দলের কর্মী-সমর্থকরা। অনেকে আবার দলের সিনিয়র নেতাদের উপর ক্ষোভ ঝেড়েছেন। আওয়ামী লীগের সিনিয়র বহু নেতা জানান, রাজনীতিতে উত্থান-পতন রয়েছে। এক দল সারা জীবন ক্ষমতায় থাকবে না। আমরা দীর্ঘ দিন ক্ষমতায় ছিলাম। এখন ক্ষমতায় নেই। দেশের যে পরিস্থিতি, সেজন্য অনেকেই আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নেতাকর্মীরা ফের মাঠে নামবেন। এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়। নিজেদের মধ্যে ভাল সম্পর্ক রাখতে হবে।
প্রেরণা অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
‘সুস্থ অটিজম নির্বিশেষ - সবাই মিলে গড়ব দেশ’ এই স্লোগানে প্রেরণা অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) স্কুলের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেরণা অটিজম স্কুলের সভাপতি হায়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। মূখ্য আলোচক উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেরণা অটিজম স্কুলের সেক্রেটারি নাজিম উদ্দিন, মুহাম্মদ শফিউল আজম চৌধুরী ও পলাশ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রেরণা অটিজম স্কুলের হেড মিস্ট্রেস মীর মেশকাতুন নুর শেফু। আলোচনা শেষে অতিথিরা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাবেক সাংসদ ফজলে করিম আরো তিন মামলায় গ্রেফতার
চট্টগ্রাম জেলার রাউজানের সাবেক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে হত্যাচেষ্টা, নাশকতা ও ভাংচুরের অভিযোগে করা আরো তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কাজী শহীদুল ইসলাম। চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আদালতে রাউজান থানার তিনটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়।’ ‘এছাড়া আরেকটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলেও নথি অন্য আদালতে থাকায় সেই আবেদনের শুনানি হয়নি।’ এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশ পাহারায় ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। গেল ১১ নভেম্বর রাউজান থানার একটি অস্ত্র মামলায় ফজলে করিমকে তিন দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। তার আগে ১৭ অক্টোবর ফজলে করিম চৌধুরীকে তিনটি মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এছাড়া, মুনিরীয়া যুব তবলীগ কমিটির করা একটি ভাংচুরের মামলায় তাকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। গেল ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায় ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার’ সময় তাকে আটক করা হয়। আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাংচুর, দখল, রাউজানের গহিরার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগ এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় দশটি মামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, নারায়ণগঞ্জে গ্রেফতার দুই
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে, আসামিরা অপরাধ শিকার করেনি বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। গ্রেফতাররা হলেন উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন। মোহাম্মদ আব্দুল বারী জানান, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তারা স্বীকার করেনি। আমরা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করব। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’ গেল রোববার (৮ ডিসেম্বর) রাত দুইটার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে পৌঁছানোর পর এক দল ছিনতাইকারী সমন্বয়কদের বাহনকারী মাইক্রোবাসটি আটকে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সেসময় অপরাধীদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হন।
ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষণ ও উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা
ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষণ ও উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন। অনুষ্ঠানে বক্তব্য দেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুন, বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা। কর্মশালায় বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, গত অর্থ বছরে উপকারভোগীদের ১ কোটি ৩৮ লাখ টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে৷ সম্প্রতি ভাওয়াল জাতীয় উদ্যান পলিথিনসহ প্লাস্টিক বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এখন সময় এসেছে ভাওয়াল জাতীয় উদ্যান সংরক্ষণ এবং উদ্যানটি যাতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সেটি নিয়ে কাজ করা। সঙ্গতকারণে, স্টেকহোল্ডারদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। ভূমিসংক্রান্ত জটিলতাসহ বহুমুখী প্রতিবন্ধকতার শিকার বন বিভাগ। জাতীয় উদ্যানের ভেতর ব্যক্তিমালিকানা ভূমি অধিগ্রহণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে৷ জাতীয় উদ্যান নিয়ে একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বন বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, আমাদের দেশে ২৫ শতাংশ বনভূমির কথা থাকলেও তা নেই। ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে থাকা ব্যক্তিমালিকানা জমি অধিগ্রহণ বিষয়ে জমির মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। জমি অধিগ্রহণ হলে উদ্যানের আয়তন বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বনভূমি রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। বৃক্ষরোপণ করতে হবে। আমরা চাই না বনভূমি দখল হোক। বন রক্ষা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা আ. লীগের সহসভাপতি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাত ১টা থেকে ২টার মধ্যে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে।সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গেল চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় গেল চার সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম। এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গেল ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামোল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় কয়েকদিন হয় ২৪ জনকে আসামি করে চার্জশীট প্রদান করেছে।
হাজীগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে শীতের সকালে আগুনে পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন মৃতের ভাই এসএম মিরাজ মুন্সী। মৃত নাজমুন্নাহার (৫০) পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির বাসিন্দা। পরিবার জানায়, রোববার (৮ ডিসেম্বর) ভোরে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত আগুনে তার শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাকালে মারা যান তিনি। এ সময় তার ছেলেও মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন। এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব আহম্মেদ জানান, গত কয়েকদিন ধরে সকালে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছে। মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চাঁদপুরের জনপদ।
লবণ মাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশখালী থানার সরল ইউনিয়নের দক্ষিণ সরলচর এলাকার সরকারি জমির লবণ মাঠ দখল নিয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দক্ষিণ সরল এক নম্বর ওয়ার্ডের আহমদ উল্লার ছেলে জয়নাল আবেদীন (২৮), আবুল হোসেনের ছেলে নেজামুদ্দিন (৩২) মো, নুরুল ইসলামেরর ছেলে সাইফুল ইসলাম (১৭), মো. আলীর ছেলে মো. জাবেদ (২২), বশির আহমেদের ছেলে আব্দুল খালেক (৩৮), মো. লোকমানের ছেলে মো. ইসমাইল (৫০), ফকির আহমেদের ছেলে মো. মিনহাজ (২৫), নেসার উদ্দিনকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরলচর এলাকায় সরকারি জমিতে গড়ে উঠা প্রায় ৪০০ একর লবণ মাঠ দখল নিয়ে স্থানীয় কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। সাবেক ইউপি সদস্য মনসুর আহম্মদ বলেন, সরকারি জমি নিয়ে মূলত বিরোধটা হয়েছে। আমি চট্টগ্রাম শহরে আছি। এ বিষয়ে কিছু জানি না। অন্য গ্রুপের কবির আহমদ জানান, দীর্ঘদিন থেকে এই জায়গাগুলো আমার ভোগ দখলে রয়েছে। উপকূলীয় বন বিভাগ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চিকিৎসক জান্নাতুল ফেরদৌস শশী বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সরলচরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
কারাগারে আ’লীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে শ্বাসকষ্টজনিত রোগে আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কারাগার থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারের জেলার আবু নূর মো. রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, আতাউর রহমান আঙ্গুর রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার হয়ে গত ১ নভেম্বর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। কিন্তু আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মাশরাফী ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মামলা
নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মূখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ার সি এন্ড বি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করে অভিযুক্তরা। বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলা বিবরণীতে বাদী উল্লেখ করেন। মামলায় মাশরাফি ও তার বাবা ছাড়াও সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোম, সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল আমীর লিটু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত সাড়ে ৩০০ জনকে আসামি করা হয়।
ফেনীতে সেনাবাহিনীর এক ভুয়া সদস্য গ্রেফতার
ফেনীতে মো. নাজমুল হাসান (২৫) নামের সেনাবাহিনীর এক ভুয়া সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে। সেনাবাহিনীর অফিসার লে. ফাতিন ইশতিয়াক জানান, সেনাবাহিনীর পোশাকে এক ব্যক্তি সার্কিট হাউজ রোড এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছে। এমন খবর পেয়ে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে সেনাবাহিনীর পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিগত্ব সনদ, সেনাবাহিনীর পচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়। তাকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। লাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। পরিচয় শনাক্ত করা না গেলেও তারা বাবা-ছেলে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স ৩০ ও অপরজনের ১০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সম্পর্কে বাবা-ছেলে হতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, রাতে টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান দুইজন। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।