রিমান্ড শেষে কারাগারে ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম


News Defalt/atik-768x432.jpg

রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন ও সাবেক র‍্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি ও মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। তবে এ দিন আসামিদের আদালতে হাজির করা হয়নি।

আইনজীবীরা জানান, উত্তরা পুর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

অন্যদিকে, যাত্রীবাড়ি থানার একই মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও র‍্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×