ট্রান্সকমের সিইও সিমিনসহ ছয় কর্মকর্তার জামিন বাতিল ও রিমান্ডের আবেদন


2024-Novemer 18/Simin Raham.JPG
সিমিন রহমান

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ছয় কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চেয়ে রিভিশন আবেদন দাখিল করা হয়েছে। কোম্পানির শেয়ার জালিয়াতি ও ভুয়া পারিবারিক সেটেলমেন্ট দলিল তৈরির মামলায় রোববার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৃথক দুইটি আবেদন করা হয়েছে। 

Your Image

কাল সোমবার (২৫ নভেম্বর) আবেদন দুইটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী আহসানুল করিম। 

তিনি বলেন, ‘মামলা দুইটির বাদী ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ্ হকের পক্ষে দুইটি রিভিশন আবেদন ফাইল করা হয়েছে।’

মামলার অন্য অসামিরা হলেন ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।

মামলার নথি সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে আসামিদের জামিন বাতিল করে পৃথক দুই মামলার একটিতে সাত দিন ও আরেকটিতে দশ দিনের রিমান্ড চেয়ে গেল ২৯ মে সিএমএম কোর্টে পৃথক দুইটি আবেদন করা হয়। কিন্তু, সেই আবেদন খারিজ করেছেন আদালত।

শাযরেহ্ হকের আইনজীবীরা জানান, সিএমএম আদালতের ওই খারিজ আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৃথক দুইটি রিভিশন আবেদন ফাইল করে সিএমএম কোর্টের আদেশ বাতিল চাওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে আসামিদের জামিন বাতিল করে রিমান্ড চাওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গেল ফেব্রুয়ারিতে এ মামলাগুলো গুলশান থানায় করেন লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ্ হক। এরপর এ মামলার কয়েক আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী তারা জামিন পান। আর বিদেশ থাকা সিমিন রহমান দেশে আসার পর আদালত আত্মসমর্পণ করে জামিন নেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×