আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে গেজেট প্রকাশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪১ পিএম, ২৫ নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ গেজেট প্রকাশিত হয়। এতে সই করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
সংশোধিত আইনটি এখন থেকে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ নামে পরিচিত হবে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল।
গেজেটে আরও বলা হয়েছে, বার কাউন্সিলের অনুমতি নিয়ে বিদেশি আইনজীবী নিয়োগ করার সুযোগ থাকবে।
এর আগে, ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে আইন থেকে রাজনৈতিক দলকে বিচারের আওতায় আনার প্রস্তাবিত ধারা বাদ দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ জানিয়েছে, রাজনৈতিক দলকে আইনে যুক্ত করলে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার ঝুঁকি বাড়বে। এ ধরনের বিষয় নিষ্পত্তিতে সন্ত্রাস দমন আইন, নির্বাচনী আইন এবং ১৯৭৮ পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স যথেষ্ট বলে তারা মনে করে।
এই সংশোধনীর ফলে আন্তর্জাতিক অপরাধ বিচার প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।