নয়া মামলায় আমু, ইনু ও জিয়াউলসহ পাঁচজন গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৪
![November 25/Amu Inu.jpg](https://www.dhakawatch24.com/storage/November 25/Amu Inu.jpg)
ঢাকার পৃথক চার থানায় দায়েরকৃত পাঁচ মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ পাঁচ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
গ্রেফতারকৃত অন্যরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
সোমবার (২৫ নভেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আমীর হোসেন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছে আদালত।
তেজগাও থানাধীন কারওয়ান বাজার এলাকায় রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমীর হোসেন আমু, জাহাঙ্গীর আলম, জিয়াউল আহসান গ্রেফতার দেখানো হয়েছে।
সেই সাথে, মোহাম্মদপুর থানাধীন মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে ও মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।