কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে রেহাই


2024-Novemer 18/Tarek.jpg
তারেক রহমান

কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। 

Your Image

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০’-এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

বুধবার (২৭ নভেম্বর) এ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে, মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

তারেক রহমানের আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার কর অঞ্চল-৬’-এর উপ কর-কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা করেন। এতে বলা হয়, ‘তারেক রহমান ২০০২-২০০৬ সালের অর্থ বছরে বিভিন্ন খাত থেকে এক কোটি সাত ৪৭ হাজার টাকা আয় করেন। তবে, তিনি আয়কর বাবদ ২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকি দেন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×