বিচার বিভাগ আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:১২ পিএম, ৩০ নভেম্বর ২০২৪
বিচার বিভাগকে বাংলাদেশের ‘গণতন্ত্রের মূল স্তম্ভ’ হিসেবে তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বেঞ্চ ও বারের পারস্পরিক সুষম সহযোগিতার ওপর এর শক্তি নির্ভর করে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ২০২৪ সালে সদস্যভুক্ত হওয়া আইনজীবীদের উদ্দেশে বক্তব্য তিনি এ কথা বলেন।
শনিবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ এবং এর শক্তি নির্ভর করে দুইটি গুরুত্বপূর্ণ স্তম্ভ - বেঞ্চ ও বারের সুষম সহযোগিতার ওপর।’
‘বার (আইনজীবী সমিতি) শুধু বিচার প্রক্রিয়ার একটি অংশ নয়, বরং ন্যায়বিচারের পবিত্রতা ও কার্যকারিতা রক্ষারও সমান অংশীদার।’
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে আপনার ভূমিকা শুধু আইনজীবী হিসেবে সীমাবদ্ধ নয়; আপনি আইন পেশার অভিভাবক ও বিচার বিভাগের প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী।’
‘জাতি ও ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, আপনারা যত্ন, পেশাদারিত্ব ও গভীর দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন, যাতে বিচার বিভাগ সাংবিধানিক দায়িত্ব পালনে সমর্থ হয়।’
সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর নেওয়া কয়েকটি পদক্ষেপের কথা সভায় তুলে ধরেন।
বিচার বিভাগের সংস্কারে এরই মধ্যে তার নেওয়া রোডম্যাপ ঘোষণার কথা তিনি তুলে ধরেন।
একই সঙ্গে এ রোডম্যাপের অংশ হিসেবে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা এবং ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল।’
কর্মশালা শুরুর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, ২০২৪ সালে গণ আন্দোলনে নিহত ও অতি সম্প্রতি চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাই কোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।