ডা. গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়েছে


News Defalt/nbdsd.jpg

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডা. গোলাম ছাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে, চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

Your Image

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দেশের বাইরে থাকায় শুনানি পিছানো হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই জামিন শুনানির জন্য ১২ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে। শুনানিতে আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, এবং প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এম এইচ তানিম।

এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর, মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডা. গোলাম ছাব্বির আহমেদ ও আব্দুস সাত্তারের জামিন আবেদন নাকচ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর নেতৃত্বে ৬ বিচারপতির একটি বেঞ্চ ওই রায় দেন।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারিতে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. গোলাম ছাব্বির আহমেদসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে অন্যান্য কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মো. হরমুজ আলী, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার, এবং খন্দকার গোলাম রব্বানী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×