আইনজীবী আলিফ হত্যা: ২ আসামির রিমান্ড মঞ্জুর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:০৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি চন্দন দাসের সাত দিন এবং রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে স্পেশাল আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আলিফ হত্যা মামলার দুই আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য।
গত ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এই দিন সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভৈরব থেকে চন্দন দাসকে ও সন্ধ্যায় আনোয়ারা থেকে রিপন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নগরীর কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয় তাঁদের।