চাকরি ফেরত পেলো  ইসলামী ব্যাংকের  ১২৮ কর্মচারী

  • প্রকাশঃ ০৪:৫০ পিএম, ১৫ আগস্ট ২০২৪

News Defalt/islami bank.jpeg

ফরিদ শ্রাবন : বিভিন্ন মেয়াদে চাকরিচ্যুত ১২৮ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি ফেরত দিলো ইসলামী ব্যাংক। তারা চলতি মাসের ১১ তারিখ থেকে ব্যাংকের বিভিন্ন শাখায় পুনরায় যোগদান করেছেন।

Your Image

 বৃহস্পতিবার  (১৫ আগস্ট) ব্যাংক সুত্রে এই তথ্য জানা যায়। ইসলামী ব্যাংক এসআলম অধিগ্রহণের পর বিভিন্ন মেয়াদে অনেক কর্মকর্তা-কর্মচারী কে চাকরিচ্যুত করা হয়, অবশেষে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ইসলামি ব্যাংকের হেড অফিসের সামনে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেন  ইসলামী ব্যাংক সাবেক কর্মকর্তা কর্মচারীরা। 

আন্দোলনকারীদের দাবিসমূহ ছিল

১। প্রমোশন বঞ্চিতদের প্রমোশন দেওয়া 
২। অন্যায়ভাবে চাকরি চুত্তদের চাকরি ফেরত দেওয়া।
৩। ২০১৭ চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের হাউস ইনভেস্টমেন্ট/গৃহ নির্মাণ বিনিয়োগ স্কিম বন্ধ হওয়া সুবিধা ফেরত পাওয়া।
৪।অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের স্থায়ী করা।

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিভিএ) পক্ষ থেকে

ইসলামি ব্যাংকের ম্যানেজমেন্টের কাছে ৭ আগস্ট লিখিতভাবে দাবিসমূহ জমা দেয়া হয়। 

আপাতত প্রমোশনের দাবি এবং চাকরি স্থায়ী করনের দাবি কার্যকর হয়েছে। প্রসেসিং চলছে চিঠি পাওয়ার অপেক্ষা। তবে বাকি দাবি গুলো ইসলামী ব্যাংক বোর্ড কর্তৃপক্ষ আস্তে আস্তে মেনে নিবে বলে আশ্বাস দেন।

সিভিএ সভাপতি আনিসুর রহমান ঢাকা ওয়াচ কে বলেন, আগে প্রমোশনের ক্ষেত্রে ১০% কর্মচারীদের প্রমোশন হতো কিন্তু ২০১৭ সালে তা বন্ধ হয়ে যায়। পুনরায় প্রমোশন চালু হওয়াতে আমরা খুশি, আমরা সবসময় ব্যাংকের কল্যাণ চাই।

চাকরি ফেরত পাওয়া একজন কামাল ঢাকা ওয়াচ কে বলেন, ১১/০৯/১৯৯৯ সালে চাকরিতে যোগদান করি কিন্তু হঠাৎ করে কোন কারন ছাড়াই চলতি বছরের ১৪ মার্চ আমাকে চাকরিচ্যুত করা হয়, তবে পুনরায় চাকরি ফিরে পেয়ে আমি ছাত্র আন্দোলন, সিভিএ এবং ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এখন পর্যন্ত চাকরিচ্যুত ১২৮ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছাড়া কোন কর্মকর্তা পুনরায় চাকরি ফিরে পেয়েছেন কি না সে ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ইসলামী ব্যাংকের সামনে গোলাগুলিতে ৬ ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়। তবে এখন ব্যাংকের পরিস্থিতি স্থিতিশীল, স্বাভাবিকভাবে লেনদেন কার্যক্রম চালু রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×