ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান মমিনুল ইসলাম


October 2/Dse-Chairman.jpg
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মমিনুল ইসলাম। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ডিএসইর পুনর্গঠিত পরিচালকদের নিয়ে প্রথম পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

মোঃ মমিনুল ইসলাম তিনি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।

এই পর্ষদ পুনর্গঠনের আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে গত ১৮ আগস্ট ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেন। পরে ২১ আগস্ট ৫ জন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে যাওয়ায় পদটি খালি হয়ে যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে ৭ জন হবেন স্বতন্ত্র পরিচালক। বাকি ৬ জনের মধ্যে ৪ জন ট্রেক হোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন। এ ছাড়া ১জন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও ১জন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচালক হিসেবে থাকবেন।

ডিএসইর শূন্য পদে গত ১ সেপ্টেম্বর বিএসইসি সর্বপ্রথম ৭ জন স্বাধীন বা স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। এদের মধ্যে ৩ জনের ক্ষেত্রেই বিএসইসি আইন পরিপালন করেনি বলে বিতর্ক উঠে। যার ধারাবাহিকতায় ৩ জনের মধ্যে ২ জন ডিএসইর পর্ষদে যোগদান করবেন না বলে অপরাগতা স্বীকার করেন। এরপরে ১৮ সেপ্টেম্বর ডিএসইতে ওই ২ জনের শূন্য পদে আবারও নিয়োগ দেয় বিএসইসি। যে ২ জনের নিয়োগ নিয়েও বিতর্ক উঠে। যার ১দিনের মাথায় সংশোধনী আনে বিএসইসি।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×