স্ট্যান্ডার্ড ব্যাংকে শরিয়াহ অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত


News Defalt/strnnn.jpg

ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৩৮টি শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস এবং ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে ভার্চুয়াল প্লাটফর্ম জুম-এ ‘শরি‘আহ অ্যাওয়ারনেস কর্মসূচি’ আয়োজন করেছে শরিয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।

বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক এবং উন্মুক্ত আলোচনা পর্বের মডারেটর ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ব্যাংকের এসএভিপি ও শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান কে. এম. রহমাতুল্লাহ।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×