৫৭ শতাংশ ব্যবসায়ী মনে করেন কর সংক্রান্ত সেবা পেতে ঘুষ দিতে হয়


News Defalt/seba,, bus.jpg

দেশে ব্যবসায় পরিচালনায় ঘুষ লেনদেন আরো বেড়েছে। ৫৭ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন, কর সংক্রান্ত সেবা পেতে ঘুষ দিতে হয়। পূর্বের বছর এ অভিযোগ ছিল ৪৭ দশমিক আট শতাংশ ব্যবসায়ীর। 

Your Image

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত এক্সিকিউটিভ ওপেনিয়ন সার্ভে (ইওএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জারিপটি পরিচালিত হয় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সহায়তায়। জরিপে তথ্য সংগ্রহ করা হয় গেল এপ্রিল থেকে জুনের মধ্যে। এতে সেবা খাত, শিল্প ও কৃষি খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নির্বাহীরা তাদের মতামত দেন। 

রোববার (১৬ নভেম্বর) ‘বাংলাদেশের ব্যবসায় পরিবেশ ও প্রক্রিয়া; অর্ন্তবর্তী সরকারের জন্য এজেন্ডা’ শীর্ষক সংলাপে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ঢাকার হোটেল ব্র্যাক ইনে এ আয়োজনে সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও দেশি বিদেশি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সংলাপ পরিচালনা করেন। 

জরিপ পরিচালনতায় নেতৃত্ব দেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। 

প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘ঘুষের প্রকৃত চিত্র হয়তো প্রতিবেদনে উঠা আসা তথ্যের চেয়ে বেশি। গেল ৮ আগস্ট গঠিত অর্ন্তবর্তী সরকার সংস্কার এজেন্ডা নিয়েছে। গেল সরকারের সময় ব্যবসায় পরিবেশে লক্ষণীয় উন্নতি হয়নি। একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ব্যবসায়-বাণিজ্য কুক্ষিগত ছিল। বিনিয়োগ ও বাণিজ্যে অনিশ্চয়তা ছিল।’

খন্দকার গোলাম জানান, ব্যবসায় পরিচালনায় দুর্নীতি, আমলাদের অদক্ষতা, বিদেশি মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতা, মূল্যস্ফীতিসহ ১৭ ধরনের সমস্যার কথা তুলে ধরেন জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×