এস আলমের শেয়ার বিক্রি করে দেবে ইসলামী ব্যাংক


2024-Novemer 18/Governor S Alam Beximco.png

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘ব্যক্তির দায়ে এস আলম বা বেক্সিমকোর মত কোন প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানগুলো যেন সচল থাকে, সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Your Image

সোমবার (১৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘আমরা তহবিল স্থানান্তর ঠেকানোর চেষ্টা করছি। সব বড় শিল্পগ্রুপের সাথে যে বহু মানুষের জীবিকা জড়িত। এসব প্রতিষ্ঠানকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, সে ব্যাপারেও সরকার কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘সকলের আমানতের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আমাদের প্রধান লক্ষ্য সকলের আমানত ফেরত দেওয়া। এ জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যাংকগুলোকে সহায়তা করা হবে। তবে, সেটা বাচ্চা নয়, ললিপপ চাইল, আর দিয়ে দিলাম। এ রকম হবে না। সব হিসাব-নিকাশ করে টাকা দেওয়া হবে।’

গভর্নর জানান, ২০১৭ সালে ইসলামি ব্যাংক থেকে মোট ঋণের ৮০ শতাংশই নিয়েছে এস আলম গ্রুপ। এছাড়া, আমানতকারীদের স্বার্থ রক্ষায় দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, ‘ব্যাংকটিতে থাকা এস আলমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে।’ 

সংকট থেকে ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গত তিন মাসে চার হাজার ৯৭২ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে ব্যাংকটি। এছাড়া, প্রবাসী আয় এসেছে প্রায় দশ হাজার কোটি টাকা।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×