ডিসেম্বরের মধ্যে এডিবি ও বিশ্ব ব্যাংক দেবে এক হাজার ১০০ মিলিয়ন ডলার


2024-Novemer 18/Economic ministry.jpg

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলার ও বিশ্ব ব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

Your Image

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 
 
বর্তমান সরকার দাতা সংস্থাগুলোর কাছ থেকে কী পরিমাণ ঋণসহায়তার প্রতিশ্রুতি পেয়েছে- সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে- এমন প্রশ্ন করা হলে তার উত্তর দেন মো. খায়েরুজ্জামান মজুমদার। 
 
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেসব পলিসি নিচ্ছে, এগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। প্রকৃত যে প্ল্যান ছিল, তার থেকে বহু বেশি টাকা ঋণসহায়তা আমরা পাচ্ছি।’
 
অর্থসচিব আরো বলেন, ‘এরই মধ্যে এডিবির সাথে ৬০০ মিলিয়ন ডলার ঋণের নেগোসিয়েশন হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে এ অর্থ আমরা পাব। বিশ্ব ব্যাংকের ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়েছে; সেটাও ডিসেম্বরের মধ্যে পাব আমরা।’
 
তিনি বলেন, ‘এ দুইটি ঋণের প্রকৃত অঙ্ক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। তার মানে দুইটিই আমরা ডাবল করে পাচ্ছি। অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফের কাছে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে এ বছরে আমরা অতিরিক্ত এক বিলিয়ন ডলার চেয়েছি। আগামী ৪ ডিসেম্বরে আইএমএফ আসবে ও তাদের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত হবে। যে প্রগ্রেস দেখছি, আমরা আশাবাদী এটাও আমরা পাব।’
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×