জ্বালানি তেলের মূল্য কত কমানো সম্ভব, জানাল সিপিডি


2024-Novemer 18/CPD fuel oil.webp

দাম নির্ধারণ কাঠামোর সংস্কার হলে জ্বালানি তেলের মূল্য ১০-১৫ টাকা কমানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

Your Image

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকার একটি হোটেলে ‘বাজারভিত্তিক জ্বালানির মূল্য: সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন’ শীর্ষক ডায়ালগে এ তথ্য জানায় সিপিডি।

সিপিডি মূলপ্রবন্ধে জানায়, বাজারভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণ হলে জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব। নিয়ন্ত্রক সংস্থাগুলো কীভাবে দাম নির্ধারণ করে তা পরিষ্কার না।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) জ্বালানি তেলের দাম নির্ধারণ করার দায়িত্ব, কর্তৃত্ব বা মূল্য নির্ধারণ মডেল তৈরি করার আইনি কাঠামো দেয়ার প্রস্তাব দেয় সিপিডি।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, ‘তেলের মূল্য কমাতে তেল বিক্রি কার্যক্রম অটোমেশনের বিকল্প নেই। আমাদের স্টোরেজ ক্ষমতা কম, ডলারের মূল্য বৃদ্ধির কারণে ৫০০ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। বর্তমানে স্টোরেজ বাড়ানোর কাজ চলছে। এতে ব্যয়ও কমার পাশাপাশি মূল্যও কমবে।’

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গেল ৩১ অক্টোবর নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে। ওই সময় ডিজেলের বিক্রয় দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়। কেরোসিনের দামও লিটারে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়। তবে, অকটেন ১২৫ টাকা লিটার ও পেট্রলের দাম ১২১ টাকা লিটার অপরিবর্তিত রাখা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×