তিন মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়


2024-Novemer 18/Foujul Kaber Fuel.webp
মুহাম্মদ ফাওজুল কবির খান

চলতি বছরের গত তিন মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয়ে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

Your Image

শনিবার (২৩ নভেম্বর) ঢাকার হোটেল ওয়েস্টিনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আলোচনা সভায় তিন এ তথ্য জানান।

সভায় ফাওজুল কবির খান বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘সরকারের সাথে সখ্য করে আর ব্যবসায় হবে না। ভাল ব্যবসায়ীদের জন্যই উপযোগিতা তৈরি করা হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×