এনসিসি ব্যাংকের উত্তর অঞ্চলের এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের সভা অনুষ্ঠিত


November 25/NCC Bank.jpg

এনসিসি ব্যাংকের উত্তর অঞ্চলের এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের সভা সম্প্রতি বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। 

Your Image

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং হেড অব সাসটেইনেবল ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এএইচএম আবদুস সাদিক খান, ভিপি ও হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজী, ভিপি ও উত্তর অঞ্চলের প্রধান মো. ওমর শরীফসহ উত্তর অঞ্চলের ১১টি শাখার ব্যবস্থাপক এবং এসএমই রিলেশনশীপ ম্যানেজার সভায় উপস্থিত ছিলেন।

সভায় শামসুল আরেফিন ব্যবসায়ের দীর্ঘ মেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির উপর গুরুত্বআরোপ করেন।

তিনি এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের বিভিন্ন নতুন নতুন ক্ষেত্রে সম্ভাবনাময় ব্যবসায়ের অর্থায়নের আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×