ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা চাহিদামত টাকা কবে তুলতে পারবেন, জানালেন চেয়ারম্যান


November 25/Abdul Awam Minto Chairman National Bank.jpg
আব্দুল আউয়াল মিন্টু

ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ পার পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। তবে, চাহিদামত টাকা তুলতে আমানতকারীকে অপেক্ষা করতে হবে আরও অন্তত তিন মাস।

Your Image

শিকদার গ্রুপসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণভারে ডুবে যাওয়া ন্যাশনাল ব্যাংকে রাখা টাকা তুলতে এসে বহু গ্রাহকই ফিরছেন খালি হাতে, ভুগছেন আস্থাহীনতায়। এমন বাস্তবতা স্বীকার করেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুও।
 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা ও কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্বল্প মেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘ মেয়াদি ঋণ ব্যবস্থাপনা ব্যাংক খাতের বড় সমস্যা। এই সমস্যাকে আরও উসকে দিয়েছে দেশের দুর্বল পুঁজিবাজার।’
  
তবে, গ্রাহকের আস্থা বাড়াতে ন্যাশনাল ব্যাংক আর কোন অনিয়মে জড়াবে না জানিয়ে তিনি বলেন, ‘চাহিদামত আমানতকারীর টাকা ফেরত দিতে সময় লাগবে আরও অন্তত তিন মাস।’
 
এ সময় ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ঋণ খেলাপিদের ধরার পাশাপাশি বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক। প্রক্রিয়াধীন রয়েছে আরো ৪০০ কোটি টাকা। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×