দুর্বল ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেয়া হয়েছে: গভর্নর


News Defalt/IMG-20241128-WA0027.jpg
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গভর্নর বলেছেন, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে তারল্য সহয়তা দেব না সেখান থেকে সাময়িক ভাবে সরে এসেছি। নতুন টাকা ছাপিয়ে দুর্বল ৬ ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকার তারল্য সহয়তা দিয়েছি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, আমরা টাকা ছাপিয়ে তারল্য সহয়তা করলেও সে টাকা আমরা বন্ড ছেড়ে তুলে ফেলবো। বাজারে এ নতুন টাকা আমরা রাখবো না। এর জন্য আমার নতুন করে বন্ড ছাড়ছি।

তিনি বলেন, সব গ্রাহক যদি ব্যাংকে গিয়ে হাজির হয় তাহলে কোন ব্যাংকের পক্ষেই ফেরত দেওয়া সম্ভব না। আগামী রবিবার থেকে গ্রাহক তার চাহিবার মত টাকা পাবে।

আহসান এইচ মনসুর বলেন, আমরা বাজার থেকে এক হাতে টাকা দেব অন্য হাতে তুলে নেব। আমারা আগের লক্ষ্যেই থাকছি। মূল্যস্ফীতি কমানোর সাথে আমানত কারীর স্বার্থও দেখবো।

সব ঋণ খেলাপির বিরুদ্ধে শক্ত অবস্থানে বাংলাদেশ বলে গভর্নর বলেন, এস আলম বা সব ঋণ খেলাপিদের সম্পদ বিক্রি করা হবে আইন অনুযায়ী।

তিনি বলেন, আমি কারোর চাপে কোন কিছু করবো না, দরকার পরলে চাকরি ছেড়ে দেব। আমি নিজের স্বার্থে এখানে বসে নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, গ্লোবাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×