এবার সূর্যমুখী ও ক্যানোলা তেলের শুল্ক-কর কমানোর সুপারিশ


30 November/Trade Tarrif Comi.png

সয়াবিন ও পাম তেলে শুল্ক-কর কমানোর পর এবার সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতেও শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

Your Image

সম্প্রতি সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেল শুল্ক-কর কমানোর বিষয়ে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর চিঠি পাঠানো হয়েছে। যার অনুলিপি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়েও দেয়া হয়েছে।
 
চিঠিতে ট্যারিফ কমিশন জানায়, দেশের বাজারে ভোজ্যতেল হিসেবে বেশি চাহিদা রয়েছে সয়াবিন ও পাম তেলের। অথচ সান ফ্লাওয়ার (সূর্যমুখী) ও ক্যানোলা তেল উত্তম বিকল্প হতে পারে। বিশ্ব বাজারে এ দুই পণ্যের দাম সয়াবিন ও পামের কাছাকাছিই। উচ্চ শুল্ক আরোপ করে পণ্য দুইটি আমদানি নিরুৎসাহিত করে রাখা হয়েছে।
 
বাংলাদেশে অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে আরোপিত শুল্ক-কর বিবেচনায় সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করা হয়েছে উল্লেখ করে বিটিটিসি জানায়, যা বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক নয়। সমজাতীয় তেলে আমদানি শুল্ক-করে পার্থক্য দূর করলে এক দিকে আমদানির উৎস সম্প্রসারিত হবে; অন্য দিকে ভোক্তার পছন্দে বৈচিত্র্য সৃষ্টি হবে।
 
এ পরিস্থিতিতে ভোজ্যতেল হিসেবে ব্যবহারের জন্য অপরিশোধিত সানফ্লাওয়ার তেল ও অপরিশোধিত বা পরিশোধিত ক্যানোলা তেল আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করে অপরিশোধিত বা পরিশোধিত সয়াবিন ও পাম তেলের মত ১৫ শতাংশ ভ্যাট (স্বাভাবিক সময়ে) এবং একই কারণে রমজানকে সামনে রেখে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ শতাংশ ভ্যাট ও আরোপ করা যেতে পারে। তবে, পরিশোধিত সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেলের শুল্ক-কর প্রস্তাব করা হয়েছে ২০ শতাংশ, যার মধ্যে ১৫ শতাংশ ভ্যাট ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি)।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×