শিল্প উদ্যোক্তাদের মূলধনী পণ্যের আমদানিতে ৩ বছর মেয়াদী বৈদেশিক ঋণ


News Defalt/babnk bd.jpg

শিল্প উদ্যোক্তাদের মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য বায়ার্স এবং সাপ্লাইয়ার্স ক্রেডিটের আওতায় এক বছরের পরিবর্তে এখন থেকে তিন বছর মেয়াদি বৈদেশিক ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর যেসব গ্রাহক মূলধনী যন্ত্রপাতি আনার জন্য ইতোমধ্যে মধ্যমেয়াদী এবং স্বলাপমেয়াদী ঋণের চুক্তি করেছে তাদের ঋণের মেয়াদ বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঋণের মেয়াদ বাড়লেও সুদের হার না বাড়াতে বলা হয়েছে।

Your Image

এ বিষয় রোববার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য বাড়তি উৎসাহ যোগাতে জারি করা এই নির্দেশনা কেবলমাত্র এক্সপোর্ট প্রসেসিং জোন, প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন, ইকোনমকি জোন, হাই-টেক পার্ক এবং সরকার কর্তৃক ঘোষিত বিশেষায়াতি জোনের অভ্যন্তরে কারখানান জন্য প্রযোজ্য হবে। আর সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বস্ত্র বভিগের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিডার ফরেন ঋণ/সাপ্লাইয়ার্স ক্রেডিট সংক্রান্ত স্ক্রুটিনি কমিটির ১৮২ তম সভায় তিন বছর মেয়াদী ঋণের সিদ্ধান্ত হয়। মূলত মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য বাড়তি উৎসাহ যোগাতে দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রিয় ব্যাংকের পক্ষ্য থেকে জানানো হয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে যেসব আমদানি–নির্ভর শিল্প খাত ক্ষতির মুখে পড়েছে, সেই ব্যবসায়ীরা ঋণ পরিশোধে আট বছর পর্যন্ত সময় দিয়েছে। এসব ঋণ আলাদাভাবে হিসাব করে এক বছরের বিরতিসহ প্রতি মাসে বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা যাবে। কোভিড-১৯-এর দীর্ঘমেয়াদি প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্বে অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্যমান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো কাঁচামাল আমদানিকালে বিনিময় হারজনিত ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা হ্রাসসহ ফোর্সড ঋণ সৃষ্টি হচ্ছে এবং চলতি মূলধনের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সুবিধা দেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×