ফেনীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ
- ফেনী প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০১ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
কৃষি খাতে বিশেষ সিএসআরের আওতায় ফেনী জেলার ছাগলনাইয়া, ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, দাগনভূঁইয়া ও সোনাগাজীতে এক হাজার বন্যাদুর্গত ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করেছে এনসিসি ব্যাংক।
শনিবার (৩০ নভেম্বর) তাদের মাঝে বিভিন্ন প্রকারের সবজি ও ধানবীজ, সার ও ব্যাকপ্যাক স্প্রে মেশিন বিতরণ করা হয়।
ছাগলনাইয়া ও ফেনী সদরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে ছাগলনাইয়ার অনুষ্ঠানে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ ও ছাগলনাইয়ার উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বিশেষ অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, সিআরএম ডিভিশনের এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্মদ নুরুল হক।
সাইফুল ইসলাম এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণের মহতী উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে তিনি বলেন,‘ ফেনী জেলার কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন এবং এ এলাকার খাদ্য
উৎপাদন বৃদ্ধিতে এই কার্যক্রম সহায়ক হবে।’
কৃষকেদের পাশে দাড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসায় করে না। বরং, সামাজিক দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সিএসআরের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের সবজির বীজ, সার, কীটনাশক ও যন্ত্রপাতি বিতরণ করছে।’
ভবিষ্যতে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এম শামসুল আরেফিন বলেন, ‘এনসিসি ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি উপকরণ ও কৃষি যন্ত্রপাতি নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে।’
এ এলাকার চাষীদের সবজি চাষে আরও বেশী উদ্বুদ্ধ করতে ও উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।