এলডিসি গ্রাজুয়েট দেশ হিসেবে আমাদের প্রস্তুত হতে হবে: বাণিজ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:২২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪
এলডিসি গ্রাজুয়েশনে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘প্রণোদনা কমানো নিয়ে যে পদক্ষেপ সেটা সঠিক। এলডিসি গ্রাজুয়েশন এরপর প্রণোদনা আর থাকবে না এবং রপ্তানি বাজারে আমাদেরকে শুল্ক দিয়ে ঢুকতে হবে। এলডিসি গ্রাজুয়েট দেশ হিসেবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। বস্ত্রশিল্পের যে কোন নৈরাজ্য সমাধানে একত্রে কাজ করে যেতে হবে।’
বুধবার (৪ ডিসেম্বর) ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি)র সম্মেলন কক্ষে ‘বস্ত্র শিল্পের আধুনিকায়ন, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যে ‘ওভারভিউ অফ টেক্সটাইল সেক্টর ইন বাংলাদেশ: প্রভলেমস, প্রসপেক্টস অ্যান্ড স্মার্ট ওয়ে আউট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘জাতীয় বস্ত্র দিবস ২০২৪' উদযাপন উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।
সোলার পাওয়ার ব্যবহারের আহ্বান জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ‘বস্ত্র খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ খাতের খরচ কমাতে সোলার পাওয়ার অন্যতম সম্ভাব্য সমাধান। এ শিল্পের বিকাশে নতুনদেরকে একাডেমিক আগ্রহ বাড়িয়ে পেশাগতভাবে দক্ষ করতে হবে।’
বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব খান বস্ত্রশিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বস্ত্র খাতে মেধাব্যাংক ও দক্ষতা গড়ে তুলতে বলেন। কটন নির্ভরতা থেকে কৃত্রিম ফাইবারের দিকে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।
এর আগে বিকেএমইএর সভাপতি মো. হাতেম দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ধরে যুগোপযোগী নীতির মাধ্যমে বস্ত্রখাতের উন্নয়নে কাজ করার বিষয়ে জোরারোপ করেন।
সেমিনারে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বস্ত্রখাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা এখাতে ব্যবসায়ী কার্যক্রমের বিভিন্ন দিক ও প্রতিবন্ধকতা নিয়ে মুক্ত আলোচনা করেন।
সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, তসলিমা কানিজ নাহিদা, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হকসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ কটন এসোসিয়েশনের উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারারস এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার, বিএলএমইএর ভাইস প্রেসিডেন্ট সিকে দে ছায়ান, বিজিবিএর সভাপতি মোহাম্মদ পাবেল উপস্থিত ছিলেন।