এনসিসি ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্মেলন অনুষ্ঠিত


30 November/NCC Bank Money.jpg

এনসিসি ব্যাংকের উদ্যোগে ব্যামেলকোদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

Your Image

শনিবার (৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। 

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো. রাফাত উল্লা খান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন ও মো. হাফিজুর রহমান খান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. বাকের হোসেন।

সম্মেলনে ব্যাংকের ১২৮ জন ব্যামেলকো অংশ নেন।

অনুষ্ঠানে মুহাম্মদ আনিছুর রহমান অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংকিং অঙ্গনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন। 

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যাংক তথা দেশ ও জাতির স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাস বিরোধী আইন ব্যাংকিং ক্ষেত্রে প্রয়োগে যথাযথ ভূমিকা রাখতে এনসিসি ব্যাংকের ব্যামেলকোদের প্রতি আহ্বান জানান তিনি।
 
শামসুল আরেফিন বিশেষ অংশগ্রহণকারী কর্মকর্তাদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কলাকৌশল ভালভাবে রপ্ত করে ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে আহ্বান জানান। তিনি উপস্থিত কর্মকর্তাদের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালন করে সতর্কতার সঙ্গে কাজ করারও পরামর্শ দেন।
 
মো. রাফাত উল্লা খান ব্যাংক একাউন্ট খোলা এবং রেমিট্যান্স গ্রহণ ও পাঠানোর ক্ষেত্রে গ্রাহক পরিচিতি সম্পর্কিত সঠিক ও যথাযথ তথ্য সংগ্রহ ও সংরক্ষণে অধিক সচেতন হওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×