রাজস্বের লক্ষ্য আদায়ে গতি নেই এনবিআরে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:১২ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
রাজস্ব আদায়ে বাড়তি নজর থাকলেও খুব একটা সুবিধা করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। চলতি অর্থবছরের প্রতিমাসেই সংস্থার খাতায় যোগ হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারার ব্যর্থতা। যাতে রাজনৈতিক অনিশ্চয়তা আর ব্যবসাবান্ধব পরিবেশের অনুপস্থিতিকেই কারণ হিসেবে উল্লেখ করলেন বিশ্লেষকরা।
সরকার পরিচালনা আর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের আয়ের বড় যোগান রাজস্ব খাত। তাই বরাবরই এ খাতের গুরুত্ব বেশি। নজরও থাকে আয়ের খাতা ভারি করার দিকে। তবে খুব একটা ভালো যাচ্ছে না চলতি অর্থবছর। শুরু থেকেই সঙ্গী রাজনৈতিক অস্থিরতা। অর্থনৈতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী শিথিল প্রভাব। ফলে অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি ৩০ হাজার ৮৩২ কোটি টাকা। শুধু তাই নয় রয়েছে সোয়া এক শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধিও।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, ব্যবসায়ীদের মধ্যে অনেকেই অন্যায্য সুবিধা নিয়েছেন, অনেকে ব্যাংকের লুপপাটের সঙ্গে জড়িত আছেন। তাদের কারণে রাজস্ব আদায় খুব একটা ভালো অবস্থায় যাবে না। তারপরও এ বিষয়ে কোনো ছাড় দেয়া ঠিক হবে না।
তথ্য বলছে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকার গঠিত হয়। তবে সহজ হয়নি ব্যবসার পরিবেশ। ব্যাংকে তারল্য সংকট ও বিনিয়োগে সংশয়সহ নানা অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। আবার নিরবচ্ছিন্ন জ্বালানি সংকট বা শ্রমিকদের আন্দোলনেও কোথাও কোথাও ব্যাহত হয় উৎপাদন। রয়েছে সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবও।
এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, সংস্কার কমিটি অটোমেশনকে এক নম্বর অ্যাজেন্ডা হিসেবে নিয়েছে। যে কাজ গত ৩৪ বছরেও হয়নি, সেক্ষেত্রে সরকারের বড় ধরনের একটি বিনিয়োগের প্রয়োজন হতে পারে।
সবশেষ অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ১ লাখ ২ হাজার ৩৩৬ কোটি টাকা। সে হিসাবে ওই সময়ের চেয়েও এ বছর আয় কমলো ১ শতাংশ।