জনতা ব্যাংকের পর্ষদ থেকে আসাদউল্লাহকে অব্যাহতি


December 2024/Janata Bank.jpg

মোহাম্মদ আসাদউল্লাহকে জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। একই সাথে আব্দুল আওয়াল সরকার এবং একেএম খবির উদ্দিন চৌধুরীকে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Your Image

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত তিনটি নির্দেশনাতে সই করেছেন উপসচিব আফছানা বিলকিস।

অব্যাহতি দেওয়ার নির্দেশনায় বলা হয়েছে, ‘জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে প্রত্যাহার করা হল।’

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

অপর আদেশে বলা হয়েছে, ‘জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে আব্দুল আউয়াল সরকার এবং একেএম খবির উদ্দিন চৌধুরীকে তাদের যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগের লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’-এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হল।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×