বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারে কারসাজি: ৭১ কোটি টাকা জরিমানা


December 2024/Ban Finance.jpg

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির (বিডি ফাইন্যান্স) শেয়ার নিয়ে কারসাজি ও লেনদেনে আইন লংঘনের দায়ে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

Your Image

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫কম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এসব তথ্য জানান।

২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত সময়কালে বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজি আর বিধিবহির্ভূত লেনদেনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণের ভিত্তিতে আলোচিত জরিমানা করা হয়।

যেসব ব্যক্তি বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে তারা হচ্ছেন সামির সেকান্দার, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আনিকা ফারহিন, মাহির সেকান্দার, আফরা চৌধুরী ও আব্দুল মবিন মোল্লাহ।

অন্য দিকে, লেনদেনে আইন ভঙ্গ করায় যে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, সে দুইটি হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×