ডলারের দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত


News Defalt/doller.jpg

সাম্প্রতিক সময়ে দেশের বাজারে ডলারের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। এতে মানুষের হাতে ডলার ধরে রাখার প্রবণতা তৈরি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এজন্য ডলারের দর নিয়ে আসতে যাচ্ছে নতুন সিদ্ধান্ত।

Your Image

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের আলোচনায় ডলার বাজারের স্থিতিশীলতার বিষয়টি উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৈঠক সূত্রে জানা যায়, সভায় মনিটরি পলিসিতে কিছু পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে।

একইসঙ্গে আইএমএফ বাংলাদেশ ব্যাংক অর্ডারেরও কিছু পরিবর্তন আনা নিয়ে সরকারের সঙ্গে আরো বেশি আলোচনা করবে বলে জানা গেছে।

এক্সচেঞ্জ রেট নিয়ে জানা গেছে, গত দুই মাস ধরে এক্সচেঞ্জ রেট বেশ স্থিতিশীল রয়েছে। এর ফলে রেট ওঠা নামা করছে না। যেহেতু ডলারের দর বৃদ্ধি ও কমার সম্ভাবনা কম, তাই মানুষের হাতে ডলার ধরে রাখার প্রবণতা তৈরি হতে পারে।

এ কারণে ডলারের দর ওঠা নামা করানো যায় কিভাবে, সেটি নিয়ে আইএমএফ’র সঙ্গে আলোচনা চলছে।

একইসাথে আবারও আলোচনায় এসেছে ক্রলিং পেগের বিষয়টি।

‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকার বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে একটি করিডর সৃষ্টি করা হয়। সেই করিডরের ভেতরে থেকে ব্যাংক ও মানি চেঞ্জার কোম্পানিগুলোকে ডলারের বিনিময় হার নির্ধারণ করতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, বর্তমানে আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, হন্ডুরাসের মতো দেশগুলোতে এ পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×