আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘সার্টিফাইড এএমএল সিএফটি প্রফেশনাল’ কোর্স সম্পন্ন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘সপ্তম সার্টিফাইড এএমএল এন্ড সিএফটি প্রফেশনাল’ শীর্ষক তিন মাসের বিশেষ ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিএফআইইউর ভারপ্রাপ্ত প্রধান একেএম এহ্সান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরী।
বিভিন্ন শাখার ব্যামেলকো ও প্রধান কার্যালয়ের ৬১ জন নির্বাহী ও কর্মকর্তা কোর্সে অংশ নেন।
অনুষ্ঠানে এআইবিটিআরআই ডিরেক্টর জেনারেল সৈয়দ মাসুদুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো কাজী মাহমুদ করিমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একেএম এহ্সান বলেন, ‘দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ট্রেনিং কোর্স চালু করে একটি মাইলফলক স্থাপন করেছে।’
তিনি সব ব্যামেলকোকে বিএফআইইউর রিপোর্টিংয়েল ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
ফরমান আর চৌধুরী বলেন, ‘কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স আগের চেয়ে
বেশি সতর্ক থাকবেন এবং এ বিষয়ে ব্যাংকের রেটিং উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।’