মূল্যস্ফীতি সহনীয় হতে কত সময় লাগবে, জানালেন গভর্নর


December 2024/Ahsan H Monsur Governor.jpg
আহসান এইচ মনসুর

মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

Your Image

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান।

সেমিনারে আহসান এইচ মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত এক বছর সময় লাগবে। আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নামবে।’
 
আর আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে জানান গভর্নর।

আলু-পেঁয়াজের দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘গত আগস্ট-সেপ্টেম্বরে বন্যার কারণে সময়মত আলু ও পেঁয়াজ উৎপাদন করা যায়নি। এ কারণে দামটা বেশি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×