পাঁচ দিনে শেয়ারে বিনিয়োগকারীরা হারালেন ১১ হাজার কোটি টাকা


December 2024/Lost Sharebazar.jpg

দেশে দুই শেয়ারবাজারের পতন কোনভাবেই থামছে না। চলতি সপ্তাহে প্রথম কার্যদিবসে ঢাকার স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯১ পয়েন্ট। এ সময় বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে ১১ হাজার কোটি টাকা। চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৬০ পয়েন্টের বেশি।

Your Image

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লেনদেনের শুরুতে ইতিবাচক ছিল ডিএসইর সূচক। প্রথম দশ মিনিটেই প্রধান সূচক বাড়ে ১৩ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৯ দশমিক শূন্য ছয় পয়েন্ট। অবস্থান করছে পাঁচ হাজার ১০৫ পয়েন্টে। এক সপ্তাহে সূচক হারিয়েছে ৯১ পয়েন্ট।

সূচক কমলেও ডিএসইতে বৃহস্পতিবার কিছুটা বেড়েছে লেনদেন। মোট লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। আগের দিন বুধবারের (১১ ডিসেম্বর) চেয়ে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা। 

হাতবদলে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে প্রায় ৫০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি, কমেছে ১৯৮ টির ও অপরিবর্তিত রয়েছে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। 

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় সায়হাম কটন ও তৃতীয় অবস্থানে লাভেলো।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আগের দিনের চেয়ে দাম বেড়েছে এক টাকা ৩০ পয়সা, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন ও তৃতীয় অবস্থানে আমরা টেকনোলজি। 

অন্য দিকে, সিএসইতে সার্বিক সূচক কমেছে ৬০ দশমিক চার চার পয়েন্ট। লেনদেন হয়েছে চার কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×