মোটা চালের দাম কিছুটা কমেছে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৪০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪
বাজারে চিকন চালের দাম আগের অবস্থানেই রয়েছে। তবে সামান্য কমেছে মোটা চালের দাম। এতে স্বস্তি প্রকাশ করেছেন খেটে খাওয়া মানুষ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে কেজিতে ২-৩ টাকা কমেছে মোটা চালের দাম।
নগরীর ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট নামে চিকন চাল বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭৫ টাকা কেজি দরে।
বিগত দুই সপ্তাহ ধরে একই দামে বিক্রি হচ্ছে মিনিকেট নামের চাল।
দাম কিছুটা কমে এসেছে আটাশ চালের। গত সপ্তাহেও ৬০ টাকায় বিক্রি হওয়া আটাশ এ সপ্তাহে মিলছে ৫৮ টাকা কেজি দরে।
চাল বিক্রেতা মহিন উদ্দিন ভুইয়া বলেন, ‘আটাশ নতুন চাল আসার পর দাম গত সপ্তাহে কিছু কমেছিল। এ সপ্তাহে পুরান চালের দামও কিছুটা কমেছে।’
এদিকে বাজার ঘুরে দেখা গেছে, পাইজাম চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভাতের চালের মধ্যে সবচেয়ে কম দামে মিলছে স্বর্ণা। কেজি ৫২ থেকে ৫৫ টাকা।
এছাড়া আতপ চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালের কেজি ৭৫ টাকা। বাঁশমতি চাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।