এনআরবি ব্যাংকে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:০০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪
এনআরবি ব্যাংক পিএলসি. কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এএমএল এন্ড সিএফটি কনফারেন্স-২০২৪ আয়োজন করেছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই কনফারেন্সের উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ,কে,এম, এহসান, হেড অফ বিএফআইইউ (এক্টিং) এবং সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকির আমীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. আলী আকবর ফরাজি।
বিএফআইইউ-এর যুগ্ম পরিচালকদ্বয় জনাব মো. ইমতিয়াজ হারুন এবং ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক করণীয় এবং বর্জনীয় নিয়ে তাদের আলোচনা উপস্থাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যামেলকো, ডামেলকো, হেড অফ ডিভিশন ও শাখা প্রধানগণ।