বিসিসিএমইএর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত


December 2024/Ban Charcol.jpg

বাংলাদেশ চারকোল ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিসিসিএমইএ) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) হোটেল ফারস্ এন্ড রিসোর্ট ঢাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় বিস্তারিত আলোচনার পর সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আগাম নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়। 

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন গিয়াস উদ্দিন চৌধুরী খোকন ও আপিল বোর্ডের চেয়ারম্যান আব্দুল হক আব্বাসী।

সভায় ‘বিসিসিএমইএ’র সদস্যরা ছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও বর্তমান পরিচালনা সহায়ক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন চৌধুরী খোকন ও বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ সদস্য সচিব মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। 

জিয়াউল হক সভায় সঞ্চালনা করেন ও আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্ব করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×