এনসিসি ব্যাংক ও জেনারেল ফার্মার মধ্যে পেরোল ব্যাংকিং সেবা চুক্তি


News Defalt/NCC-Bank.jpg

এনসিসি ব্যাংক পিএলসি সম্প্রতি জেনারেল ফার্মাসিটিউক্যাল লিমিটেডের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত পেরোল ব্যাংকিং বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

Your Image

এই চুক্তির মাধ্যমে জেনারেল ফার্মার সকল কর্মকর্তা ও কর্মচারীরা এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিংয়ের আওতায় দেশব্যাপী বিস্তৃত যেকোনো শাখা ও উপ-শাখার মাধ্যমে দ্রুততার সাথে নগদ লেনদেন ও বিশেষ আর্থিক সেবা পাবেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং জেনারেল ফার্মার পরিচালক রাফিদুল হক ও সাকিবুল হকের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম এবং জেনারেল ফার্মার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোঃ শাহীন হাসান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময়, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক- মোঃ রাফাত উল্লা খান, মোঃ জাকির আনাম, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও শ্যামলী শাখার ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দীন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং জেনারেল ফার্মার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলাউদ্দিন সিদ্দীকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×